পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অভাবনীয় ফলাফল

পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে ট্যালেন্ট সার্চ পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীবৃন্দ

প্রতিবছরের মতো এবারও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আবারো সাফল্য অর্জন করল, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের রাঘবপুর ধর্মপল্লীর অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।

২০০৮ সাল থেকে নব পরিবর্তন ধারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে ডমিনিক সাভিও স্কুলে। প্রতিবছরের মত এবছরও পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং তার ফলও অভাবনীয় ভালো হয়েছে।

এই বছর সম্পূর্ণ পশ্চিমবঙ্গে সেরা ১০ জনের মধ্যে দশম হয়েছে প্রথম শ্রেণীর দুজন শিক্ষার্থী একজন আরাধ্যা ঘোষ এবং অপরজন অঙ্কুশ সাহা। এছাড়াও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৩ জন ছাত্র-ছাত্রী। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১২ জন ছাত্র-ছাত্রী এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১২ জন ছাত্র-ছাত্রী।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পা পুরোহিত ফাদার সরোজ বিশ্বাস এবং স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রুমলা লাকড়া।

এই উপলক্ষে ফাদার সরোজ স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, " প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের সামনে দাঁড়িয়ে আমি সত্যিই গর্বিত। তোমাদের প্রতিটি সাফল্য আমাদের স্কুলের গর্ব। তবে মনে রেখো, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা।

তোমরা যারা পরীক্ষায় ভালো ফল করেছো, অভিনন্দন। কিন্তু এই সফলতা যেন তোমাদের শেষ লক্ষ্য না হয়। আর যারা প্রত্যাশামতো ফল করতে পারোনি, হতাশ হইও না। ব্যর্থতা কোনো অপমান নয়, বরং এটি শেখার আরেকটি সুযোগ।"

একজন অভিভাবকের নেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আজ আমি একজন গর্বিত অভিভাবক। আমার মেয়ে মেধা পরীক্ষায় ভালো ফল করেছে—এটা শুধু আমার সন্তানের একার অর্জন নয়, এটা তার শিক্ষক-শিক্ষিকা, তার পরিবার, এবং তার চারপাশের সবার ভালোবাসা ও সহায়তার ফল। আমি সব অভিভাবকদের বলবো—আমাদের সন্তানরা যেন শুধু নম্বর নয়, মানবিক গুণেও সফল হয়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।"

গত বছর সম্পূর্ণ পশ্চিমবঙ্গে সেরা ১০ জনের মধ্যে চিত্রেশ মন্ডল নবম স্থান অধিকার করেছিল।

ডমিনিক সাভিও স্কুলের পক্ষ থেকে ঈশ্বরের কাছে  বিশেষ প্রার্থনা রাখা হয় যে, এই ছোট ছোট ছেলেমেয়েরা ভবিষ্যতে যেন আরসাফল্য অর্জন করতে পারে এবং ডমিনিক সাভিও স্কুলের মুখ উজ্জ্বল করে তুলতে পারে

ডমিনিক সাভিও স্কুল, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের রাঘবপুর প্যারিসের অন্তর্গত একটি খ্রিস্টান মিশনারি স্কুল। স্কুলটি ১৯৭০ সাল থেকে এলাকা এবং এলাকার পার্শ্ববর্তী অঞ্চলের ছোট ছোট ছেলে-মেয়েদের সাফল্যের সঙ্গে শিক্ষা প্রদান করে আসছে। স্কুলটিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পাঠ্য দান করা হয়।

প্রতিবেদন - সুপ্রিয় রায়