কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে স্বাধীনতা দিবস পালন

গত ১৫ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, প্রতিবছরের মতো এবারও ২০২৫ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অন্তর্গত ডমিনিক সাভিও স্কুলে স্বাধীনতা দিবস মহাসমারোহে পালন করা হয়েছে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর গির্জার পালক পুরোহিত ফাদার সরোজ বিশ্বাস মহাশয় ও ফাদার অ্যান্টনি মন্ডল মহাশয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষিকা শম্পা নাথ।

অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথিদের ও প্রধান শিক্ষিকা সিস্টার রুমলা লাকড়া মহাশয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় ডমিনিক সাভিও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ। জাতীয় সংগীতের মাধ্যমে ফাদার এন্টনি মন্ডল জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ফাদার এন্ড টনি মন্ডল স্বাধীনতা দিবস সম্পর্কে একটি মূল্যবান বক্তব্য রাখেন। চতুর্থ শ্রেণীর ছাত্র চিত্রেশ মন্ডল স্বাধীনতা দিবস সম্পর্কে পাঠ পরিবেশন করে। দুটি দেশাত্মবোধক নিত্য ও একটি দেশাত্মবোধক সংগীত পরিবেশন না করে ডমিনিক সাভিও স্কুলের ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের অন্তিম পর্বে স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রুম লাকড়া মহাশয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন- "অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে যাদের জন্য তারা হলেন, ডমিনিক সাভিও স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষা কর্মীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনেক পরিশ্রম করে ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করেছেন। শিক্ষা কর্মীবৃন্দের সাহায্য ছাড়া অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব নয়। সর্বোপরি অভিভাবক বিন্দের সাহায্য ছাড়া অনুষ্ঠানটি কখনোই সাফল্য লাভ করতে পারে না।" অনুষ্ঠানের শেষে প্রত্যেককে চকলেট দেওয়া হয়। এই জাতীয় দিবস টি যথাযথভাবে পালন করতে পেরে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষা কর্মীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সকলেই খুব খুশি।

প্রতিবেদনে - ভাস্বতি রাউত ভঞ্জ