কলকাতা মহাধর্মপ্রদেশের নব নিযুক্ত কোঅ্যাজুটর আর্চবিশপ ইলিয়াসের স্বাগত অনুষ্ঠান
গত ২৪আগস্ট ২০২৫,কোলকাতা মহাধর্মপ্রদেশের ক্যাথিড্রালে নব নিযুক্ত কোঅ্যাজুটর আর্চবিশপ মাননীয় ইলিয়াস ফ্র্যাঙ্কের স্বাগত অনুষ্ঠান সম্পন্ন হল।
পবিত্র মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।বড়বাজার ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোসারি গির্জায় সকাল ৯ টা মহাখ্রীষ্টযাগের আয়োজন করা হয়।
কোলকাতার মাননীয় মহা ধর্মপাল থমাস ডি'সুজা, কোঅ্যাজুটর বা সহকারী বিশপ ইলিয়াস ফ্র্যাঙ্ক সহ একাধিক পুরোহিত সম্মিলিত ভাবে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।পৌরহিত্য করেন মাননীয় বিশপ
ইলিয়াস ফ্র্যাঙ্ক।
খ্রীষ্টযাগের শুরুতে বড়বাজার ক্যাথিড্রালের পাল পুরোহিত ফ: ফ্রাঙ্কলিন মাননীয় বিশপ ইলিয়াসের বর্ণময় জীবন পরিচিতি তুলে ধরেন।
এরপর কলকাতার ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফ: ডমিনিক কোঅ্যাজুটর বিশপ ইলিয়াসের পন্টিফিকাল তথা পোপ মহোদয়ের নিয়োগ পত্র সর্বসমক্ষে পাঠ করে শোনান।
এরপর ধর্মপ্রদেশের নব নিযুক্ত কোঅ্যাজুটর বিশপকে ডায়োসিসের পক্ষ থেকে প্রথমে উত্তরীয় ও পুষ্প স্তবক দিয়ে অভিনন্দন জানান আর্চবিশপ থমাস ডি'সুজা।
এরপর একে একে সম্বর্ধনা জানান কলকাতা মহাধর্মপ্রদেশের অন্তর্গত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারগণ। যার মধ্যে বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান ও প্রতিনিধিগণ ছিলেন অন্যতম। এছাড়াও পাস্টরাল ও লেইটি কমিশনের বিভিন্ন বয়সের প্রতিনিধিবর্গ এগিয়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর বিশপ ইলিয়াস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ঐ দিনটি বিশপ ইলিয়াসের দ্বিতীয় এপিস্কোপাল
-জয়ন্তীতে এমন মনোরম অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁর বার্তায় তিনি বলেন," তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক । ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হবে যখন আমরা তাঁর ইচ্ছা অনুসারে কাজ করব।"
উপদেশে বিশপ থমাস বলেন, "ঐশ রাজ্য লাভ করতে হলে আমাদের সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে অর্থাৎ নম্র বিনয়ী হয়ে নিজের দায়িত্ব পালন করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে।"
কয়ারের সুন্দর গান ও ফ: কমল কিশোরের সাবলীল সঞ্চালনা খ্রীষ্টযাগে বিশেষ মাত্রা যোগ করেছিল।
প্রতিবেদন চন্দনা রোজারিও