কলকাতার প্রভু যীশুর গির্জায় উদযাপিত হল পবিত্র হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান
গত ১৬ ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, কলকাতার প্রভু যীশুর গির্জায় উদযাপিত হল পবিত্র হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান।
উক্ত এই পবিত্র সংস্কার প্রদান করেন কলকাতা মহাধর্মপ্রদেশের প্রাক্তন ধর্মপাল মহামান্য টমাস ডি’সুজা এবং এই সংস্কার গ্রহণ করেন ধর্মপল্লীর ২৩ জন যুবক যুবতী।
পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন মহামান্য বিশপ টমাস ডি’সুজা, ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার কুরিয়ান এমপ্রাইল এসজে এবং সহকারী পালপুরহিত ফাদার অনিল গোমেস এসজে।
মহামান্য বিশপ টমাস তাঁর উপদেশে বলেন যে “পবিত্র এই হস্তার্পণ সংস্কারের মধ্যে দিয়ে আমরা পবিত্র আত্মার সপ্ত দান লাভ করি। আর যখন আমরা এই দান লাভ করি তখন তা, আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশ পায়।
তিনি আরও বলেন যে “এই সংস্কার গ্রহণের সময় তোমাদের গালে হালকা করে স্পর্শ করা হয় যা তোমাদের সজাগ করে তোলার জন্য দেওয়া হয়। তোমাদের মনে করিয়ে দেওয়া হয় যে, তোমরা প্রত্যেকেই হলে খ্রীষ্টের সৈনিক। খ্রীষ্টের প্রতি আনুগত্য থেকে তাঁর কাজ এগিয়ে নিয়ে যাওয়াই হল আমাদের প্রত্যেকের কর্তব্য।“
খ্রীষ্টযাগ শেষে প্রত্যেকটি প্রার্থী বিশপ মহোদয়ের হাত থেকে শংসাপত্র গ্রহণ করে এবং তারা সমবেতভাবে একটি গান পরিবেশন করে যা দিনটিকে আরও সমৃদ্ধ করে তোলে।
প্রতিবেদন তেরেসা রোজারিও