রমনা সেন্ট মেরী'স ক্যাথিড্রালে অনুষ্ঠিত হলো “মন্সিনিয়র” ও “বেনেমেরেন্টি” উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ খ্রিষ্টযাগ
গত ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত রমনা সেন্ট মেরী'স ক্যাথিড্রাল গির্জায় অনুষ্ঠিত হলো “মন্সিনিয়র” ও “বেনেমেরেন্টি” উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ খ্রিষ্টযাগ।
ফাদার গাব্রিয়েল কোড়াইয়া পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও কর্তৃক বিশেষ সম্মাননা মন্সিনিয়র এবং মিস্ ডোরা ডি’রোজারিও ও মিসেস রেবেকা কুইয়াকে বেনেমেরেন্টি উপাধী প্রাপ্তি উপলক্ষে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ৫ জানুয়ারি ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বি. গমেজের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় যে, পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও ঢাকা আর্চডায়োসিসের তিনজন ব্যক্তিকে সম্মানিত করেন এই বিশেষ উপাধীদানে।
পবিত্র খ্রিষ্টযাগে প্রধান পৌরহিত্য করেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ। তাঁর সাথে আরো যারা উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, খুলনা ধর্মপ্রদেশের বিশপ রমেন বৈরাগী, ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি, সিলেট ধর্মপ্রদেশের বিশপ যোসেফ শরৎ গমেজ, ঢাকার সহকারী বিশপ সুব্রত বি. গমেজ ও অবসরপ্রাপ্ত বিশপ থিওটোনিয়াস গমেজ।
এছাড়াও খ্রিষ্টযাগে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত প্রায় ৮০জন যাজক, সিস্টার-ব্রাদার, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ খ্রিষ্টভক্তগণ অংশগ্রহণ করেন।
খ্রিষ্টযাগের উপদেশ বাণীতে আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার বলেন, “এই তিনজন ব্যক্তি ঐশ্ববাণীর আলোকে জীবন যাপন করে ঈশ্বরের আর্শীবাদ লাভ করেছেন।”
আর্চবিশপ হাওলাদার আরো বলেন, “মন্সিনিয়র যে পদ পেয়েছেন তার বাংলা শব্দ “প্রভু আমার”। মারীয়ার প্রশংসাগীতির মতো প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়। মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া প্রভূর যাজক হয়ে প্রভুর বাণী প্রচার করেছেন তাঁর সেবা কর্মের মধ্য দিয়ে। তার এই উপাধির মধ্য দিয়ে তিনি যাজক সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন।”
“ডোরা দিদি তিনি তাঁর পদ অনুসারে একটি ক্রুশ পেয়েছেন। প্রভুর এই ক্রুশকে তিনি আনন্দে বহন করেছন। তার জীবনে চলার পথে তিনি অনেক দুঃখ, কষ্ট সহ্য করেছেন। তিনি একজন সন্ন্যাসী হতে চেয়েছিলেন। তবুও তিনি তাঁর সেবার পথ থেকে সরে যাননি বলেই ঈশ্বর তাঁর এই সেবককে এই আর্শীবাদ দান করেছেন,” বলেন আর্চবিশপ।
আর্চবিশপ আরো বলেন, “অন্যদিকে রেবেকা কুইয়া যিনি সংসারের একজন মানুষ। তিনি তাঁর জীবনে ওয়ার্ল্ড ভিশনের মধ্য দিয়ে শিশুদের সেবা করার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন। আজ তাঁর মধ্য দিয়ে অনেক মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর প্রতিনিধিত্বে অনেক মানুষ আলোকিত হয়েছেন।”
“তবে সাধু পলের উক্তি অনুসারে বলা যায় এটা একটা শুভ সংগ্রাম। তাদের জন্য প্রার্থনা করি, প্রভু তাদের কর্মের ফলে যে আসন দিয়েছেন আমরা ও যেন সে পথ অনুসরণ করতে পারি,” বলেন বিশপ হাওলাদার।
মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমি কৃজ্ঞতা ভরা অন্তরে ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার প্রতি তাঁর বিশেষ কৃপা এবং আর্শীবাদের জন্য।”
তিনি আরো বলেন, “যদিও আমি এই আর্শীবাদের যোগ্য নই, তবুও ঈশ্বর আমাকে এই অনুগ্রহ দিয়েছেন। প্রবক্তা ইসাইয়ার মতো আমাকে বলছেন “তুমি ভয় করো না, আমার শক্তি তোমার সহায়। আজ এই যে পোশাক আমি পরিধান করেছি এই পোশাক নয়, ঈশ্বর যেন আমার অন্তরকে গভীর নম্রতায়, বিশ্বাসে এবং ভালবাসায় সাজিয়ে তুলেন।”
মণ্ডলীতে বিশেষ সেবাদানের জন্য Croce Pro Ecclesia et Pontifice সম্মাননা লাভকারী মিস্ ডোরা ডি’রোজারিও তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই উপাধি দেওয়ার জন্য পুন্য পিতা পোপ লিওকে ধন্যবাদ জানাই। তিনি সাম ২৭ স্মরণ করে বলেন যে, “আমি যেন প্রভুর গৃহে সারা জীবন থাকতে পারি। এছাড়া তিনি সকল বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টারদের তার জীবনে চলার পথে সাহায্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ ভাবে তার এই চলার পথে তিনি বিশপ মাইকেল রোজারিওকে স্মরণ করেন।”
বিশেষ সেবাদানের জন্য মিসেস রেবেকা কুইয়া বেনেমেরেন্টি মেডেল প্রাপ্তিতে তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি চির কৃতজ্ঞ ওয়ার্ল্ড ভিশনের কাছে। কারণ ওয়ার্ল্ড ভিশনে কাজ করার মধ্য দিয়ে আমি মানুষকে সেবা করার সুযোগ পেয়েছি। এছাড়া তিনি তেজগাঁও ধর্মপল্লীর বিভিন্ন সংঘ সমিতিতে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি পুন্য পিতাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এই প্রাপ্তির জন্য।”
উল্লেখ্য যে, মন্সিনিয়র (Monsignor) উপাধীর অর্থ হলো কাথলিক মণ্ডলীতে পুরোহিতদের জন্য দেওয়া একটি সম্মানসূচক উপাধী, যা পোপ কর্তৃক প্রদত্ত এবং এটি তাদের উচ্চ মর্যাদা ও বিশেষ দায়িত্বকে নির্দেশ করে।
ইতালীয় শব্দ 'Monsignore' থেকে এসেছে যার অর্থ (my lord) "আমার প্রভু" বা "মহাশয়"। এটি একটি গির্জার প্রশাসনের মধ্যে থাকা পুরোহিতদের জন্য একটি সম্মানসূচক স্বীকৃতি।
আমরা রেড়িও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। - আরভিএ সংবাদ