বাংলাদেশ কাথলিক শিক্ষকদের ২০তম  বার্ষিক সাধারণ সভা

গত ২৬ থেকে  ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ ,  পবিত্র ক্রুশ পালকীয়  কেন্দ্র ভাদুন , কাথলিক টির্চাস টিম এবং কারিতাসে এস,ডি ডি,বি এর অর্থায়নে , বাংলাদেশ কাথলিক শিক্ষকদের ২০তম জাতীয় সেমিনার সভা অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মূলভাব ছিলো “ দীনহীনদের কান্না শ্রবণের অঙ্গীকার”

উক্ত এই অনুষ্ঠানের প্রথম দিন বিকালে বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত শিক্ষকদের রেজিস্ট্রেশনের পরে   সান্ধ্যকালীন প্রার্থনার মধ্য দিয়ে  শুভেচ্ছা জানানো হয়। দ্বিতীয় দিনের   ১ম  অধিবেশনে  মূলভাবের উপর আলোকপাত করেন ব্রাদার সুবল লরেন্স রোজারিও সিএসসি  তিনি বাইবেলের আলোকে মূলভাবের  উপর বিশদ  ভাবে ব্যাখ্যা দেন।

এছাড়া তিনি  প্রকৃত শিক্ষার বনর্ণা দিয়ে বলেন যে, প্রকৃত শিক্ষা মানুষের ধ্যান ধারনাকে সংস্কার করে, জাগ্রত করে অর্ন্তনিহিত শক্তিকে। কিন্তু  সেই শিক্ষাকে পূর্নাঙ্গ রূপ দিতে  নৈতিক  শিক্ষার কোন বিকল্প নেই ।নৈতিক শিক্ষার কেন্দ্র বিন্দু হলো পরিবার।

কিন্তু  ‍শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থিত বিদ্যা অর্জন করলেই পূর্নাঙ্গ শিক্ষা অর্জন  করা যায় না। বর্তমানে  গ্রন্থিত শিক্ষাকে প্রাধান্য দিলেও  নৈতিক শিক্ষার গুরুত্বটাকে ঠিক তেমন ভাবে দেওয়া হয় না । যার ফলে সমাজে অস্থিরতা, নৈতিক  অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা বেড়েই চলছে। তাই মানুষ গড়ার কারিগড় হিসেবে শিক্ষকদের  ছাত্র ছাত্রীদের জন্য নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন ব্রাদার সুবল রোজারিও। 

তৃতীয় দিনের অধিবেশনে  শিশু সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করেন ব্রাদার র্নিমল গমেজ সিএসসি । তার সহভাগিতায় আমাদের সমাজের প্রতিটি স্তরের শিশুর  নিরাপত্তা নিশ্চিত ও প্রতিকূলতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এছাড়া ও একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে আমাদের করনীয় কি সেই বিষয়ে তিনি অত্যন্ত সুন্দর ভাবে ব্যাখ্যা করেন।

তৃতীয় দিনের  সমাপণী অধিবেশনে জাতীয় টিচার্স টিমের চ্যাপলেইন ব্রাদার প্লাসিড বিরেরু এবং  কো- অর্ডিনেটর লাকী কোড়াইয়া এবং সেক্রেটারি স্যার দিগন্ত রড্রিকস্ তাদের বিভিন্ন সহভাগিতায় শিক্ষককে ক্লাশ রুমে প্রতিটি শিক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ন আচরণের জন্য আহ্বান করেন । সেই সাথে পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মূল্যবোধ গঠন দান বিশেষ প্রয়োজন  বলে ব্যক্ত করেন ।

এছাড়া তিন দিনের এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষকগণ বর্তমান  শিক্ষকতা পেশায় তাদের সুবিধা এবং অসুবিধার কথা তুলে ধরেন।

সেমিনারের সমাপণী খ্রিষ্টযাগ উৎস্বর্গ করেন  পবিত্র ক্রুশ পালকীয়  কেন্দ্র ভাদুন এর পরিচালক ফাদার জেমস সিএসসি ।

উক্ত এই সেমিনারে বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত প্রায়  ১৪৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে শিক্ষকগণ আগামী দিনের জন্য তাদের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন , এবং তা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন।  নিউজ – সিস্টার লাইলী রোজারিও আর,এন,ডি,এম