মুক্তিদাতা হাই স্কুলে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মুক্তিদাতা হাই স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালীত হলো ২১ শে মহান শহীদ দিবস। (ছবি: ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি)

গত ২১ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ,  বাগানপাড়া মুক্তিদাতা হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্যতা ও আনন্দ-উৎফুল সহকারে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ শে মহান শহীদ দিবস।

পবিএ খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে শহীদের আত্মার কল্যানে প্রার্থনা, প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদের উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোরনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়।

 অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র শিক্ষিকা মিসেস মনিকা ঘরামী শুভেচ্ছা বক্তবে রাখেন এবং সকলকে রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। সিনিয়র শিক্ষিকা  মিসেস সবিতা মারান্ডী ২১ শে ফেব্রুয়ারীকে কেন্দ্র করে উক্ত বিষয়ের উপর  তাৎপর্য পূর্ণ সহভাগিতা করেন।

এই দিবসকে আরো অর্থপূর্ণ করতে আলোচনায় অংশ গ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার শেখর কস্তা এবং প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি। 

আলোচনায় যে বিষয়টি বেশী প্রাধান্য পায় তা হলো আমাদের সকলকে আরো বেশী দেশ প্রেমে উদ্বোদ্ধ হতে হবে, দেশের কল্যানে কাজ করতে হবে। সবাই জুড়ালো ভাবে বলেন, “দেশ প্রেমের পাশাপাশি আমাদের সুশৃঙ্খল জাতী হিসেবে বিশ্ব দরবারে জানান দিতে ও ভাষার প্রতি দরদবোধ থাকা আমাদের একান্ত ভাবে দরকার।”

দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

এছাড়াও ২১ ফেব্রুয়ারীকে সামনে রেখে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণী অনুসারে একটি করে দেয়ালিকা প্রকাশ করে।

পরিশেষে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসি সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। - ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি