পশ্চিমবঙ্গ ও সিকিম প্রাদেশিক যাজক পরিষদীয় সভা
২৭ - ২৯ফেব্রুয়ারি ২০২৪, বর্ধমানের চেতনা পাস্টরাল সেন্টারে পশ্চিমবঙ্গ ও সিকিম আঞ্চলিক যাজক পরিষদীয় সভা অনুষ্টিত হচ্ছে। ৮ টি ধর্ম প্রদেশ যথাক্রমে বারুইপুর, আসানসোল, কৃষ্ণনগর, বাগডোগরা, রায়গঞ্জ, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কলকাতা মহা ধর্মপ্রদেশ নিয়ে প্রাদেশিক যাজক পরিষদ গঠিত।
আটটি ধর্মপ্রদেশের ধর্মপাল, ১২ টি কমিশনের পরিচালক ও প্রত্যেক ধর্মপ্রদেশ থেকে একজন পুরুষ ও একজন মহিলা সাধারণ ভক্ত এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করছেন।
গতকাল ২৭ ফেব্রুয়ারি আসানসোল ডায়াসিসের অন্তর্গত চেতনা পাস্টরাল সেন্টারে সকাল ১০ টা ৪৫ মিনিটে বাইবেল আরতি ও প্রতিস্থাপন এবং অগ্নি প্রজ্জ্বোলনের মাধ্যমে দিনের অনুষ্ঠানের সূচনা হয়। অগ্নি প্রজ্জ্বোলনে সহায়তা করেন মাননীয় বিশপ থমাস ডি'সুজা।
উদ্বোধনী নৃত্য পরিবেশন করে আসানসোল ধর্মপ্রদেশের তরুণীগন।স্বাগত ভাষণ পাঠ করেন মাননীয় বিশপ এলিয়াস ফ্রাঙ্ক।
খ্রীষ্টমন্ডলীতে লেইটি অর্থাৎ সাধারণ ভক্ত প্রতিনিধিদের ভূমিকা কী?এ বিষয়ে একটি অধিবেশন চলে।
মধ্যাহ্ন ভোজনের পর প্রত্যেক কমিশনের সচিবগণ একে একে তাদের রিপোর্ট পেশ করেন। অধিবেশন সঞ্চালনায় ছিলেন ভি.জি ফঃ ডমিনিক।
সন্ধ্যায় সম্মিলিত খ্রীষ্টযাগের মধ্য দিয়ে দিনের মূল অনুষ্ঠান পর্ব শেষ হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন রেঃ আর্চ বিশপ থমাস ও সহযোগিতায় রেঃ বিশপ শ্যামল বোস ও রেঃ বিশপ নির্মল গমেস। সংবাদ – চন্দনা রোজারিও।