বারুইপুর দীশারিতে (বি ই সি) সদস্যদের বড়দিনের প্রীতি সম্মেলন
বারুইপুর ধর্মপ্রদেশের (বি.ই.সি)বেসিক এক্লেসিয়া কমিউনিটির সারাদিন ব্যাপী বড়দিনের প্রীতিসম্মেলন। গত ৪ জানুয়ারি ২০২৫, দিশারী পাস্টরাল সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী ও সাব ষ্টেশন তথা উপপল্লী থেকে মায়েরা উক্ত অনুষ্ঠানে যোগ দেন।
সকাল ১০ টায় মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা হয়।ধর্ম পল্লীর একাধিক পুরোহিত সম্মিলিত ভাবে খ্রীষ্টযাগ উদযাপন করেন। পৌরহিত্য করেন মাননীয় বিশপ শ্যামল বোস।
উপদেশে বিশপ মহোদয় এত কষ্ট করে মেয়েদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানান ও একই সঙ্গে যীশুকে জন্ম দেওয়ার ক্ষেত্রে মা মারিয়ার অপরিসীম কষ্ট স্বীকার ও ধৈর্যের উল্লেখ করে বলেন, "আমরা যেন জুবিলি বর্ষের আশার ভিতটাকে আরও মজবুত করার জন্য মারিয়ার আদর্শে অনুপ্রাণিত হই।"
খীষ্টযাগ শেষে সমবেত ফোটো শেসন সেড়ে, সকলে দিশারীর অনুষ্ঠান পর্বে যোগ দেয়। তিথি ও দলের প্রার্থনা নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।এরপর অতিথিদের টীকা ও পুষ্পে বরণ করে নেওয়া হয়। পঞ্চপ্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়েই মাঙ্গলিক অনুষ্ঠানপর্ব সমাপ্ত হয়।
এরপর দিনের মূল অনুষ্ঠান বড়দিনের ক্যারল প্রতিযোগিতা শুরু হয়। প্যারিশ ও সাবষ্টেশন মিলিয়ে মোট ১৭ টি দল বিপুুল উৎসাহ,উদ্দীপনা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
বিচারকের আসনে ছিলেন ফঃ তুষার অগস্টিন গোমেস, সিস্টার সাস্মিতা ও রেভঃ জেকব সিং।
কাকে ছেড়ে কাকে সেরা বলবে এই নিয়ে বিচারকরাও হিমশিম খেতে থাকে।অবশেষে প্রথম স্থান দখল করে মরাপাই,দ্বিতীয় ক্যাথিড্রাল ও তৃতীয় স্থান দখল করে ঠাকুর পুকুর গানের দল।
বিশপ শ্যামল তাঁর সংক্ষিপ্ত ভাষণে সকলকে সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ও নিজেদের সুকোমলবৃত্তি গুলোর চর্চার পরামর্শ দেন।
ফঃ কনৌজ বলেন, ''প্রতিযোগিতায় জয়ের চেয়ে অংশ নেওয়াটাই বড় কথা'।
সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ফঃ গৌতম নস্কর ।নিপার সুন্দর নৃত্য ও সঞ্চালনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।