রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হল বিসিএসএম এর যুবা সেমিনার

গত ২৮ থেকে ২৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (বিসিএসএম) রাজশাহী ধর্মপ্রদেশের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো যুবা সেমিনার।
এই যুবা সেমিনারের মূলসুর ছিল, “বৈষম্যহীন সম্প্রীতির বন্ধনে শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় যুব সমাজের প্রত্যাশা”। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিসিএসএম এর সকল ইউনিট ও ধর্মপল্লীর প্রতিনিধি যুবারা অংশগ্রহণ করে।
মূলসুরের ওপর ভিত্তি করে আলোচনা ও সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফাদার শ্যামল জেমস গমেজ, যুব সমন্বয়কারী, রাজশাহী ধর্মপ্রদেশ।
বিসিএসএম এর রাজশাহী ধর্মপ্রদেশীয় প্রতিনিধি যোসেফ তরঙ্গ। তিনি তাঁর আলোচনায় বিসিএসএম এর ভিত্তি, লক্ষ্য, উদেশ্য ও গঠনপ্রণালী, ছাত্র সমাজে বিসিএসএম এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিসিএসএম-এর আন্তর্জাতিক সেমিনার The Catholic Youth Leadership Academy (CAYLA), Chiang Mai Thailand Theme: Justice and Care for creation: A Journey of Learning and Sharing-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা সহভাগিতা করেন বিসিএসএম এর রাজশাহী ধর্মপ্রদেশীয় প্রতিনিধি সৈকত কাউরিয়া।
শান্তি প্রতিষ্ঠায় যুবাদের ভূমিকা ও প্রত্যাশা, মণ্ডলীতে যুবাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন বিসিএসএম এর চ্যাপলেইন ফাদার প্রশান্ত আইন্দ। এছাড়াও সেমিনারটিতে দিক-নির্দেশনামূলক সহভাগিতা করেন ফাদার নবীন কস্তা, প্রাক্তন যুব সমন্বয়কারী, রাজশাহী ধর্মপ্রদেশ।
দুই দিনব্যাপি এই সেমিনারের মধ্যে ছিল পবিত্র খ্রিস্টযাগ, ক্রুশের পথ, দলীয় কাজ, বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপনা ও মূল্যায়ন। এর পর জাতীয় যুব দিবস ২০২৬ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - সৈকত জেমস কাউরিয়া