প্রখ্যাত বাঙালি রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় – মহৎ জীবন

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি আগ্রহী ছিলেন বাঙালি যেন ব্যবসায় সফল হয় তার প্রতি। বাড়িতেই তিনি নানা গবেষণা করতেন। এইসবের থেকেই তিনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন যা এখনও বর্তমান।

আজ এই মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো ভারতের তথা বাঙালির গর্ব প্রখ্যাত বাঙালি রসায়নবিদ আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের জীবন প্রসঙ্গে কথা