শ্রদ্ধাঞ্জলী – বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর - মহৎ জীবন
আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোক মুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি।
১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সংস্কৃতির একজন প্রধান এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, এবং দার্শনিক। তিনি মানবতা, প্রেম, এবং শান্তির উপর জোর দিয়েছিলেন। ১৯১৩ খ্রিষ্টাব্দে নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা গীতাঞ্জলী কাব্য গ্রন্থের ইংরেজিতে অনুবাদিত Song Offerings গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন। ১৯১৯ খ্রিষ্টাব্দে জেনারেল ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগে অসংখ্য সাধারণ ভারতবাসীর গণ হত্যার প্রতিবাদ স্বরূপ তিনি একটি চিঠি লিখে নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন ৭ অগাস্ট ১৯৪১ খ্রিষ্টাব্দে।
আজ ২৫ শে বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসে এই মহৎ জীবন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানাই তাঁকে।