গায়ক ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায় - মহৎ জীবন
প্রখ্যাতআমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি।
প্রতুল মুখোপাধ্যায়ের অন্তরে গান ও কবিতার প্রতি অনুরাগ গড়ে ওঠে ছোটবেলা থেকেই। গান শেখার জন্য কোনো প্রথাগত শিক্ষা নেননি তিনি। বরং নিজের আবেগ, অভিজ্ঞতা আর অন্তরের সুর দিয়েই বাংলা গানের জগতে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছিলেন। যতদিন বাংলার কৃষ্টি থাকবে, ততদিন বেঁচে থাকবে তাঁর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’-এর মতো অমর সৃষ্টি।
আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানাবো প্রখ্যাত গায়ক ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের প্রসঙ্গে কিছু কথা।