কলকাতা ময়দানের চিনের প্রাচীর - মহৎ জীবন

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

কলকাতার বুকে চিনের প্রাচীর দেখেছেন কি? না, সবার সৌভাগ্য হয়নি কলকাতার ময়দানে চিনের প্রাচীর দেখার। রক্তমাংসের এই চিনের প্রাচীরের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলার জোভেম্বর গ্রামে ২০ অগাস্ট ১৮৯৬ খ্রিষ্টাব্দে। কলকাতার ময়দানে দাপিয়ে ফুটবল খেলে গেছেন এক বীর বাঙালি যাকে ইংরেজ সাহেব খেলোয়াড়রাও সমীহ করে চলতেন।

আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো কলকাতা ময়দানের চিনের প্রাচীরের জীবনের কিছু ঘটনা। আসুন তাহলে আমরা তা জানি।