ময়মনসিংহ ঝলঝলিয়া সাধু এন্ড্রু কিম ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

সাধু এন্ড্রু কিম ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ১৮ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ, ময়মনসিংহ ঝলঝলিয়া সাধু এন্ড্রু কিম ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।

এই পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিলো, “খ্রিস্টমণ্ডলীতে শিশুদের গুরুত্ব ও অংশগ্রহণ”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১৩০ জন শিশুরা এ প্রোগ্রামে অংশগহণ করেন।

সকালে র‌্যালির মধ্যদিয়ে শিশুমঙ্গল দিবসটি শুরু হয়। এরপর খ্রিস্টমণ্ডলীতে শিশুদের গুরুত্ব ও অংশগ্রহণ এ বিষয়ে উপর সহভাগিতা করেন সিস্টার সোনিয়া আন্না রোজারিও, আরএনডিএম।

“যীশু বলেন, শিশুদের আমার কাছে আসতে দাও। যারা এই শিশুদের মতো নম্র, সরল ও পবিত্র, স্বর্গরাজ্য তাদেরই। শিশুরা হলেন নিস্পাপ । যীশু শিশুদের ভালবাসেন,” বলেন সিস্টার সোনিয়।

সিস্টার আরো বলেন, “আমাদের বর্তমান মণ্ডলী শিশুদের কথা শুনতে চায়। শিশুদের বিশ্বাসের কথা শুনতে চায়। এরপর মণ্ডলীতে শিশুরা কিভাবে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে তুলে ধরেন। আমরা ছোট, আমরা শিশু, তাই আমরা বড় কিছু করতে পারি না। ছোট ছোট দায়িত্ব পালন করে আমরা যীশুর বন্ধু হয়ে উঠতে পারি।”

পরিবারে ধর্মীয় নীতিতে শিশুর বেড়ে ওঠা। এ বিষয়ে সহভাগিতা করেন লিয়ন মারাক। তিনি বলেন, “পিতা-মাতাগণ হলেন প্রথম শিক্ষক। একজন শিশু পরিবারে ও সমাজের সবার সাথে  কিভাবে মিলেমিশে একসাথে থাকবেন তা নির্ভর করে পরিবারের বাবা ও মার উপর। শিশুগণ বড়দের সন্মান করবে,  শ্রদ্ধা করবে, সমবয়সীদের ভালবাসবে, ক্ষমা করবে এবং পরিবারে খ্রিস্টিয় বিশ্বাসে বেড়ে ওঠবে।

সারা দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিলো র‌্যালি, পবিত্র খ্রিস্টযাগ, বাইবেল কুইজ এবং একশন সং বা গান ।

এছাড়াও শিশুদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগীতা। প্রতিযোগীতা শেষে তাদের পুরুস্কার প্রদান করা করা। সর্বপরী শিশুদের জন্য এ প্রোগ্রামটি ছিল অনেক আনন্দের। - সিস্টার সোনিয়া আন্না রোজারিও, আরএনডিএম