বাংলাদেশে মণ্ডলীতে সাধু যোসেফ সংঘের আট জন ব্রাদারের আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণ

সাধু যোসেফ সংঘের আট জন ব্রাদারের আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণ । ছবি : রিপন আব্রাহাম টলেন্টিনু

গত ১৮ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ, ঢাকার নাগরী ধর্মপল্লী সাধু নিকোলাসের র্গীজায় সাধু যোসেফ সংঘের আট জন ব্রাদার তাদের সন্ন্যাসব্রত আজীবন সন্ন্যাসব্রত ব্রত গ্রহণ করেন।

এই অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন, ডি‘ক্রুজ এবং তার সাথে সহোপির্ত করেন ফাদার খোকন  ভিনসেন্ট গমেজ নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত, ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যাজকগণ।

আর্চবিশপ তাঁর উপদেশ বাণীতে বলেন, “বাংলাদেশ কাথলিক মণ্ডলীর জন্য তথা পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারদের জন্য আজ মহা আনন্দের দিন । কারণ ঈশ্বরের আহব্বানে সাড়া দিয়ে আজীবন ব্রত গ্রহণ করার মাধ্য আজ আট জন ব্রাদার তাদের জীবনের জন্য চির ব্রত গ্রহণ করছেন। খ্রীষ্টিয় সেবাকাজে তারা তাদের জীবন উৎসর্গ করেছে।”

“আজ থেকে ব্রাদারগণ তাদের জীবনের জন্য দরিদ্রতা, বাধ্যতা, শুচিতার ব্রতকে আজীবনের জন্য গ্রহণ করেছে, তবে এটা তাদের জন্য শুধু জীবন ব্যবস্থা নয়, কিছু নিয়মনীতি নয়, বা শুধু কিছু ত্যাগ করা নয় বা কোন ধর্ম প্রতিষ্ঠানের অংশীদারী হওয়া নয়। আসলে এই উৎসর্গীকৃত জীবনে বস্তু নয়, বরং এ জীবনে ব্যক্তি হলো বিশেষ । আজ এই ব্রত গুলো গ্রহণের মধ্যদিয়ে তারা নতুন করে তাদের জীবনকে দেখবে। জীবনকে রূপান্তরিত করবে তাদের কাজের মধ্যদিয়ে,” বলেন আর্চবিশপ বিজয় ।

পবিত্র খ্রিস্টযাগে প্রায় ২০ জন ফাদার ৪০ জন ব্রাদার ও বিভিন্ন সম্প্রদায় থেকে আগত কয়েকজন সিস্টার সহ প্রায় ৮০০ জনের মত খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, আজীবন ব্রত গ্রহণের পূর্বে,আধ্যাত্নিক প্রস্তুতি স্বরূপ ব্রাদারগন  ভারতের ব্যাঙ্গোলোরে এক মাস যাবৎ নিরব প্রার্থনায় নিজেকে ঈশ্বরের সাথে আরও সুগভীর ভাবে সম্পৃক্ত থেকে মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে ও  মূল্যায়ণ করার সুযোগ পেয়েছেন। - সিস্টার লাইলী রোজারিও