এই বিভাগে বিভিন্ন মানুষের জীবনের বিভিন্ন অনুপ্রেরণামূলক কাহিনী প্রচারিত হয়। এছাড়া পূর্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের জীবন সম্বন্ধেও এখানে অনুষ্ঠান প্রচারিত হয়।
পাদুয়ার সাধু আন্তনীর জন্ম কিন্তু পাদুয়াতে হয়নি। তাঁর জন্ম হয় পর্তুগাল দেশের রাজধানী লিসবন নগরীতে ১১৯৫ খ্রীষ্টাব্দের ১৫ই আগষ্ট। সংসারে সাধু আন্তনী ছিলেন বয়োজ্যেষ্ঠ সন্তান। তাঁর বাবা মার্টিন দ্য জুঁই ছিলেন বিখ্যাত কুইয়ো বংশের।