মহৎ জীবন - ভারতের পারমাণবিক গবেষণার জনক – হোমি জাহাঙ্গির ভাবা

 আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

ড হোমি জাহাঙ্গির ভাবা ৩০ অক্টোবর ১৯০৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ভারতে এক সম্ভ্রান্ত পার্সি পরিবারে। প্রাথমিক পড়াশোনা মুম্বাইতে শেষ করে মাত্র ১৫ বছর বয়সে তিনি সিনিয়র কেমব্রিজ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এলফিন্সটোন কলেজে ভর্তি হন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে ভারতে ফিরে আসেন। টাটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপক ও পদার্থ বিজ্ঞানের একজন অধ্যাপক ছিলেন। ট্রম্বে এটমিক এনার্জি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপকও ছিলেন তিনি। ২৪ জানুয়ারি ১৯৬৬ খ্রিষ্টাব্দে ভিয়েনা যাওয়ার পথে আল্পস পর্বতমালার এক শৃঙ্গে বিমান দুর্ঘটনায় তিনি পরলোক গমন করেন।

আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো ভারতের পারমাণবিক গবেষণার জনক – হোমি জাহাঙ্গির ভাবা’জীবনের কথা। আসুন তাহলে আমরা তা জানি।

আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে

Please Like, Comment and Share this Program for others to view.

#rvapastoralcare #RadioVeritasAsia #RVA_BengaliService #RVASocialMedia2018 #4thRvaOnlineTraining #RVA #BRBC #Banideepti #মহৎ_জীবন #GreatLifes #Atanu_Das #অতনু_দাস #হোমি_জাহাঙ্গির_ভাবা #HomiJBhaba