রবিবারের ভক্তিগীতির আসর

ভক্তিমূলক গান আমাদের আধ্যাত্মিক বা ধর্মীয় অনুভূতি, ভক্তি ও অনুরাগ প্রকাশ করে। এই গানগুলো উপাসনা, প্রার্থনা বা ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে গাওয়া হয় এবং ঐশ্বরিক সত্তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে থাকে ভক্তিমূলক গানগুলো ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে এবং আধ্যাত্মিক পথে চালিত করতে সাহায্য করে। আসুন শুনি ভক্তিগীতির অনুষ্ঠান।

ভক্তিগীতি পরিবেশন করছেন এন্টালি লরেটো সেণ্ট মেরিজ গার্লস হাই স্কুলের কয়ার ও সিস্টার জিতা ডিএসএ

(কয়ারের সদস্যা – দেবযানী দাস, পূরবী পুরোকায়েত, রুপালী সরদার, সৃষ্টি মল্লিক, প্রেমা হেচ এবং মঞ্জুনা মুরমু।)

কঙ্গোতে সিস্টার মেরি জয়েস ডিএসএ।

ক্যামেরা, প্রযোজনা এবং সম্পাদনায় – অতনু দাস।

বিশেষ কৃতজ্ঞতা – চন্দনা রোজারিও।