অনুচিন্তন

বড়দিনের যথার্থ প্রস্তুতি

অনুচিন্তন
"বড়দিন" অর্থাৎ আমাদের ত্রাণকর্তা যীশুর জন্মদিন আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তবে, এর মধ্যেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। ঘর পরিষ্কার করা, সাজানো, কেক বানানো, নিজেদেরকে আরও সুন্দর করে সাজান, আরও কত কিছু বাকি! 
তবে, আপনার কি মনে হয়!! শুধুমাত্র এইটুকু দিয়েই কি আমরা আমাদের পরিত্রাতাকে স্বাগত জানাতে পারব! নাকি এর থেকেও আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রস্তুতি নেওয়া বাকি আছে আমাদের। কি সেই প্রস্তুতি আজকে একবার তা ভাবব।
বিশেষ কৃতজ্ঞতা 
ফাদার কমল সোরেন
ক্যাথিড্রাল অফ দ্যা মোস্ট হোলি রোজারি