অনুচিন্তন

অনুচিন্তন
আমরা অনেকেই ভাবি যে ঈশ্বরকে তুষ্ট করা খুব সহজ।  দামি অর্ঘ্য, উৎকৃষ্ট বলিদান, অনেক ফল - সবজি উপহার, অর্থ দান করলেই ঈশ্বর খুশি হন। তাই যত মূল্যবান দান তত তাড়াতাড়ি দন্ড মোচন এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করা যায় সহজে। 
কিন্তু যীশু আমাদের কাছ থেকে এর থেকেও বেশি কিছু মূল্যবান উপহার চান। আসুন আজকের  অনুচিন্তনের আসরে দেখব সেই মূল্যবান উপহার আসলে কি! কি সেই মূল্যবান উপহার যা দিয়ে ঈশ্বরকে খুব সহজে এবং অনায়াসে তুষ্ট করা সম্ভব।