উদয়নী সোশ্যাল একশন ফোরাম ও সম্পূর্ণা নারী কল্যাণ সংগঠনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
গত ৮ মার্চ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় দক্ষিণ ২৪ পরগনা জেলার, বিষ্ণুপুর ব্লকের পানাকুয়া গ্রামে উদয়নী সোশ্যাল একশন ফোরাম ও সম্পূর্ণা নারী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে।
এই অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন মহিলা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অন্বেষা সান্যাল, বিশেষ অতিথিবর্গ ছিলেন পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী ভোলানাথ সর্দার, রাঘবপুর সেন্ট পল’স হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর সাধনা করালি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসার শ্রী সঞ্জীৎ সানি, খাদ্য আধিকারিক অভিযান আতিন্দ্রিয় দানা, ডাক্তার নজরুল গাজী প্রমুখ।
উদয়নীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারি সঞ্চালক ফাদার আন্বুরাজ এস.জে., দুজন কর্মী শ্রাবণী ও প্রেরণা।
অনুষ্ঠান প্রারম্ভে সম্পূর্ণা নারী কল্যাণ সমিতির সম্পাদিকা সুজাতা চিতি, লুথা মন্ডল এবং রিয়া মন্ডল আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে ছোট্ট প্রতিবেদন রাখেন।
সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবর্গকে চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনার জানানো হয়। সংগঠনের মহিলাদের পরিচালনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়।
এরপর পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী ভোলানাথ সর্দার নারী দিবস সম্পর্কে তার বক্তব্যের বলেন– “লিঙ্গ বৈষম্য ভুলে আমাদের প্রত্যেক সন্তানকে একইভাবে ভালবাসতে হবে এবং বড় করে তুলতে হবে। মায়েরা যেন ছেলে ও মেয়েদের সমান দৃষ্টিতে দেখেন।
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঞ্জীৎ সানি মহাশয় বলেন- "প্রত্যেকটি কন্যা সন্তান যেন কোনদিন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। সেই সাথে অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তানদের বাল্যবিবাহ থেকে বিরত রাখুন।“
প্রধান অতিথি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অন্বেষা সান্যাল বলেন " Charity Begins from the home. একমাত্র মায়েরাই সন্তানদের সঠিক পথ দেখাতে পারে।“
এরপর নারী দিবস উপলক্ষে উপস্থিত সকল নারীদের ক্ষমতা ও অধিকারের জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ বাক্য পাঠ করেন দলের সমন্বয়কারী আধিকারী পূজা চিঠি।
সংগঠনের পক্ষ থেকে নৃত্য, গীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করে অনুষ্ঠানকে আরও মাধুর্যপূর্ণ করে তোলেন সম্পূর্ণা নারী সমিতির মা ও মেয়েরা।
উল্লেখ্য, সম্পূর্ণ নারী কল্যাণ সমিতির অধীনে প্রায় এক হাজার মহিলা রয়েছেন। তারা ছয়টি ফেডারেশন গ্রুপে বিভক্ত হয়ে বিষ্ণুপুর অঞ্চলে বিভিন্ন ধরনের সচেতনমূলক কাজ করে চলেছেন উদয়নী সোশ্যাল একশন ফোরামের সহযোগিতায়। তাদের এই সংগঠন বর্তমানে ছয়টি পঞ্চায়েতে ১৪২টি দল নিয়ে কাজ করে চলেছে। -তন্ময় মন্ডল