নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গণে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, শিক্ষার্থীদের দেশাত্মবোধ ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজ-এর সম্পাদক জনাব মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, উপ-উপাচার্য ফাদার চার্লস বি. গডন, সিএসসি, ট্রেজারার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি, উপাচার্য, ট্রেজারার, উপ-উপচার্য সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই ও স্টাফবৃন্দ।
জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করেন। এরপর কালচারাল ক্লাব কর্তৃক ‘একুশের দেওয়াল’ নামে একটি দেওয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও উপাচার্য মহোদয়।
উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি তাঁর বক্তব্যে বলেন, “অমর একুশে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বাংলা ভাষা-ভাষী মানুষ এ দিনটি যথাযথ মর্যাদা ও শ্রদ্ধাভরে স্মরণ করে। একুশ বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে স্মৃতির পাতায় অমর হয়ে আছে।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষকদের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা জানিয়েবলেন, “আমি শিক্ষকদের এখনও পা ছুঁয়ে সালাম করি। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু এই মেরুদণ্ড সোজা করতে যারা শেখান তাঁরা হলেন শিক্ষক।”
তিনি আরো বলেন, “বর্তমানে আমাদের দেশে ভাষা নিয়ে অনেক দুর্গতি চলছে। রাস্তাই বের হলে দেখতে পাই ইংরেজি ভাষায় লেখা সাইনবোর্ড। তবে ইংরেজি ভাষায় যদি সাইনবোর্ড লিখতেই হয়, তাহলে আগে বাংলা লিখতে হবে। অনেক সময় রেডিওতে বাংলা ইংরেজি মিলিয়ে ভাষার ব্যবহার করা হয়। এটাও ভাষার সৌন্দর্য নষ্ট করে। আজকের দিনে আমার আহ্বান সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসুন ভাষার দূষণ রোধ করি।”
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মমতাজ খান একুশের পটভূমি ও সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাব একুশের চেতনাভিত্তিক কাব্য নাট্য উপস্থাপন করেন। ভাষা শহিদদের আত্মার চিরশান্তি কামনা করে প্রার্থনা পরিচালনা করেন ফাদার নিত্য এক্কা, সিএসসি।
বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় শুভেচ্ছা জ্ঞাপন করেন শিক্ষার্থীবৃন্দ ও ফাদার টম ম্যাকডরমেট, সিএসসি। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন তানসির হোসেন। অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ভক্ত কুমার বিশ্বাসের নেতৃত্বে ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে সংগীত পরিবেশন করা হয় এবং সব শেষে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জার্নালের শুভ উদ্বোধন করা হয়।
পরিশেষে ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। - নিউটন মণ্ডল