সামাজিক গণমাধ্যমে প্রচারিত বার্তা, আগামীকাল তীব্রতর দাবদাহের আশঙ্কা ভুয়ো, জানালো কলকাতা আবহাওয়া দপ্তর
গরমে রীতিমতো হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। কবে হবে বৃষ্টি? সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গের প্রতিটি মানুষ। দুপুরে রাস্তায় পা রাখতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে নেট দুনিয়ার একটি পোস্টে এবং তার পর পরই সেটিই ‘হোয়াটসএপ ইউনিভার্সিটির’ গ্রুপে গ্রুপে একটি চিত্র আকারে মেসেজে বলা হয়েছে, ‘আগামীকাল ৩০ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার নাকি ১০০ বছরের মধ্যে সব থকে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে চলেছে দক্ষিণবঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার।' এখানেই শেষ নয়, ওই পোস্টটিতে আরও দাবি করা হচ্ছে, 'মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপজ্জনক লু - বাতাস প্রবল বেগে প্রবাহিত হবে। মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ৩০ মিনিট থেকে ১ ঘন্টা টানা রোদের নীচে থাকলে সানস্ট্রোকের সম্ভাবনা ও সংজ্ঞাহীন হয়ে যাবার সম্ভাবনা ১০০ শতাংশ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাতের সম্ভাবনা ও মাথা ঘুরিয়ে ফেলে দেবার সম্ভাবনা রয়েছে।
অস্বাভাবিক জিনিস জানতে পারলেই একটা শোরগোলের ঢেউ তরঙ্গায়িত হয় সামাজিক গণমাধ্যমে। আর আজও ঠিক তাই হয়েছে।
স্বাভাবিকভাবেই এই পোস্টটি দেখে আতঙ্ক ঘিরেছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু, কলকাতার আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানাচ্ছে, “এই ধরনের কোনও সতর্কবার্তা তাঁদের তরফে দেওয়া হয়নি। আতঙ্কিত হওয়ার কোনও বিষয় এক্ষেত্রে নেই। অর্থাৎ পোস্টটি ভুয়ো।“ এই প্রসঙ্গে উল্লেখ্য যে ওই চিত্র আকারে প্রচারিত বার্তায় ব্যবহৃত হয়েছে একটি লোগো,‘ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এইরকম নাম দিয়ে কোন সরকারী আবহাওয়ায় দপ্তর নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আজ সন্ধ্যায় স্পষ্টভাবে জানানো হয়, এই ধরনের কোনও মন্তব্য তাঁদের তরফে করা হয়নি। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও। কিন্তু, এই ধরনের কোনও পূর্বাভাস তাঁদের তরফ থেকে দেওয়া হয়নি। অর্থাৎ ১০০ বছরের মধ্যে তীব্র দাবদাহের সাক্ষী সংক্রান্ত কোনও মন্তব্য তারা করেননি।
তাঁরা বলেছেন, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে যার থেকে মানুষের কষ্ট বাড়বে বই কমবে না। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কবে বৃষ্টি হবে এবং কতদিন হবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেই জানা যাচ্ছে। মোদ্দা কথা ভাইরাল এই পোস্টটির মধ্যে কোনও সত্যতা নেই। মানুষকে তাই তাঁরা এই খবর বিশ্বাস করতে নিষেধ করেছেন। প্রতিবেদন – অতনু দাস।