লাউদাতো সি’র আহ্বান সফল করার প্রথম প্রয়াস কি হতে পারে? – চেতনা
পোপ ফ্রান্সিস তাঁর জীবনকালে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে ২০১৫ খ্রিস্টাব্দে তাঁর দীর্ঘ এনসাইক্লিকাল লাউদাতো সি’ পত্রে আমাদের পৃথিবী অর্থাৎ আমাদের সাধারণ গৃহের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বর্তমান মহামান্য পোপ চতুর্দশ লিও তা সমর্থন করেছেন এবং বলেছেন, “এই পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার সমস্যার গুরুত্ব অস্বীকার করার কোনও উপায় নেই।“
প্রতিদিন বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে যা মাটি, জল এবং বাতাসকে দূষিত করছে। এটি জীব জগত এবং মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। প্লাস্টিক দূষণের প্রভাব আমাদের এই পৃথিবীর পরিবেশের ওপর কি ক্ষতি করছে? সেই ক্ষেত্রে এবং লাউদাতো সি’র আহ্বান সফল করার প্রথম প্রয়াস কি হতে পারে?
আসুন এই চেতনার আসরে জানি সেই প্রসঙ্গে কিছু কথা।