বনপাড়া ওয়াইসিএস’এর ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল নবাই বটতলা ধর্মপল্লীতে তীর্থযাত্রা

ওয়াইসিএস’এর ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো যিশু খ্রিস্টের জন্ম জুবিলী ও প্রায়শ্চিকালীন আধ্যাত্মিক প্রস্ততিস্বরূপ তীর্থযাত্রা

গত ১৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, বনপাড়া ধর্মপল্লীর ওয়াইসিএস’এর ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো যিশু খ্রিস্টের জন্ম জুবিলী ও প্রায়শ্চিকালীন আধ্যাত্মিক প্রস্ততিস্বরূপ তীর্থযাত্রা।

যিশু খ্রিস্টের জন্ম জুবিলী ও প্রায়শ্চিকালীন আধ্যাত্মিক প্রস্ততিস্বরূপ ওয়াইসিএস’এর ছাত্র-ছাত্রীরা এই তীর্থযাত্রা করে। এতে ফাদার, সিস্টারসহ প্রায় ৪৫জন ছাত্রী-ছাত্রী এই তীর্থযাত্রায় অংশগ্রহণ করে।

তীর্থযাত্রার গন্তব্য ছিল রাজশাহী ধর্মপ্রদেশের নবাই বটতলা ধর্মপল্লীর ‘রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থভূমি।

বিশপ জের্ভাস রোজারিও বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, তোমরা বনপাড়ার ওয়াইসিএস এর দল আজ তীর্থযাত্রী হয়ে এখানে এসেছ।”

যিশু খ্রিস্টের জন্মতিথী ও জুবিলী বর্ষ উপলক্ষে পুণ্যপিতা ফ্রান্সিস এই বর্ষকে ‘আশার তীর্থযাত্রী’ হিসেবে ঘোষণা দিয়েছেন। আমাদের হয়ে উঠতে হবে অন্যের জন্য নিজেকে একটি আশার চিহ্ন। এই আশার মাঝেই আমাদের বিশ্বাস ও জীবন প্রবাহ নিহিত। আশাহত ও নিরাশাহত মানুষের জন্য তোমরা হয়ে ওঠ যিশুর আশা ও আনন্দ”, বলেন বিশপ রোজারিও।

নবাই বটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নবাই বটতলা তীর্থস্থানের ইতিহাস সহভাগিতা করেন।

দিনব্যাপি এই তীর্থযাত্রার মধ্যে ছিল প্রার্থনানুষ্ঠান, খ্রিস্টযাগ উৎসর্গ, তীর্থের সহভাগিতা, রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থভূমি, সাধু পিতরের ধর্মপল্লী, সেমিনারী ও রাজশাহী বিশপ হাউস পরিদর্শন এবং পদ্মার পাড়ে আনন্দ ভ্রমণ। - ফাদার শ্যামল জেমস্ গমেজ