রাজশাহী ধর্মপ্রদেশের অর্ন্তগত বোর্ণী ধর্মপল্লীতে বেদিসেবক পদ প্রতিষ্ঠা লাভ

বোর্ণী শক্তিমতি কুমারী মারিয়া ধর্মপল্লীতে বেদিসেবক পদ প্রতিষ্ঠা লাভ অনুষ্ঠান

গত ৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অর্ন্তগত বোর্ণী শক্তিমতি কুমারী মারিয়া  ধর্মপল্লীতে পবিএ খ্রিস্টযাগ র্অপন এর মধ্যদিয়ে ৪ জন বাণীপাঠ ও ৪ জন বেদিসেবক পদ প্রতিষ্ঠা লাভ করে।

খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করনে র্ধমপল্লীর পাল-পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা এবং তার সাথে ছিলেন ফাদার মিন্টু যোহন রায় ও ফাদার সুরেশ পিউরীফিকেশন।

ফাদার আন্তনী হাঁসদা তার উপদেশ বাণীতে বলনে, “প্রতিষ্ঠিত বাণী ঘোষক সেবাদায়িত্ব যা মণ্ডলীতে অনেক আগে থেকেই ছিল। এই সেবাদায়িত্ব পালনে ভক্তজনগণের অংশগ্রহণ যেন বৃদ্ধি পায় সে জন্য পোপ মহোদয় আহ্বান করনে। আজকে যারা প্রতিষ্ঠিত বেদিসেবক ও বাণী ঘোষক পদ লাভ করছেনে তাদরে সবাইকে শুভচ্ছো জানাই।”

বেদিসেবক একটি পবিএ সেবাদায়ত্বি। এই পবিএ দায়ত্বি পালন করার মাধ্যমে তারা পুণ্যবেদির সেবায় অংশগ্রহণের পবিএ সুযোগ লাভ করবে। তবে এই পুণ্য কাজে অংশ গ্রহণরে জন্য প্রয়োজন সদিচ্ছা ও পবিএ আকাঙক্ষা যেমনটি মা মারীয়ার ছিল।

এই সেবাদায়িত্ব ঈশ্বরের একটি অনুগ্রহ ও কৃপা যা আমাদের হৃদয়-মন অন্তরে আনন্দ এনে দেয়। - ফাদার সুরেশ পিউরীফিকেশন।