আজ বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র সংলাপ দিবস

আজ ২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বিশ্ব সাংস্কৃতিক বৈচিএ সংলাপ দিবস। সংস্কৃতি একজন মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে।
গবেষকদের মতে, ভাষা, সাহিত্য, রীতিনীতি, মূল্যবোধ, জ্ঞান, শান্তি, শৌর্য, বিশ্বাস, চিরাচরিত প্রথা মনোভাব প্রস্তুতির সমাহার হচ্ছে সংস্কৃতি।
সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে বোঝায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অভিব্যক্তি, অনুশীলন এবং পরিচয় যা একটি সমাজ বা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। এটি বিভিন্ন পটভূমি, ভাষা, ঐতিহ্য এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে যা ব্যক্তি এবং গোষ্ঠীকে গঠন করে।
জীবনের অর্ন্তগত সব বিষয়, কর্ম, চর্চা ও সাধনাই সংস্কৃতি। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাংস্কৃতিক বৈচিএ্যের অবদানকে স্বীকৃতি দেয়ার লক্ষে পালিত হয় সাংস্কৃতিক বৈচিএ দিবস।
নভেম্বর ২০০১ খ্রিস্টাব্দে ইউনেস্কো সাংস্কৃতিক বৈচিএ বিষয়ক সার্বজনীন ঘোষণা দেয়। এর পর থেকে প্রতি বছর গোটা বিশ্বে পালিত হয়ে আসছে সংলাপ ও উন্নয়নের জন্য সাংস্কৃতিক বৈচিএ দিবস।
শুধু তা-ই নয়, সাংস্কৃতিক বৈচিত্র্য সমাজে সামাজিক বন্ধন, পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই ভিন্নতা ও বৈচিত্র্যময়তাকে শক্তি হিসেবে গ্রহণ করা এবং উদ্যাপন করা জরুরি। - আরভিএ