নব অভিষিক্ত বিশপ সুব্রত বনিফাস গমেজকে কারিতাসের পক্ষ থেকে অভ্যর্থনা জ্ঞাপন

ঢাকা মহাধর্মপ্রদেশ এর নব অভিষিক্ত সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজকে অভ্যর্থনা জ্ঞাপন

গত ২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, নব অভিষিক্ত বিশপ সুব্রত বনিফাস গমেজ, সহকারী বিশপ, ঢাকা মহাধর্মপ্রদেশ-এর জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় অফিস, সিএইচ-এনএফপি ও সিডিআই-এর পরিচালক ও কর্মীবৃন্দ।

এ আয়োজনের জন্য কারিতাস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বিশপ সুব্রত বনিফাস গমেজ কারিতাস বাংলাদেশের কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা যা কিছুই প্রত্যাশা করি না কেন সেটার জন্য আমাদের সাধনা করতে হবে। আমরা যে কাজই করি না কেন সেটা আমাদের আনন্দ নিয়ে করা উচিত।”

তিনি কারিতাস কর্মীদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য রাখেন যেন তারা আরও ভালোভাবে সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য সেবা কাজ করে যেতে পারেন।

কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক বিশপ সুব্রতকে তার নতুন দায়িত্ব লাভের জন্য তাকে কারিতাসের পক্ষে অভিনন্দন জ্ঞাপন করেন ও তার জন্য প্রার্থনার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের অন্যান্য অংশে ছিল সর্বজনীন প্রার্থনা, বিশপ মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার প্রদান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক দাউদ জীবন দাশ, সিডিআই পরিচালক থিওফিল নকরেক, সিনিয়র একাউন্টস অফিসার-ইআরপি সুকুমার কোড়াইয়া ও প্রোগ্রাম অফিসার কৃষ্ণা দ্রং। - কারিতাস ইনফরমেশন ডেস্ক