কলকাতাণ আর্চ বিশপ হাউসে বিশিষ্ট নাগরিকবর্গের বড়দিনের প্রীতি সম্মেলন

গত ২৭ ডিসেম্বর ২০২৩, বিকাল ৪ টে কলকাতা আর্চবিশপ হাউসে শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে বড়দিনের প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

যেখানে সর্বধর্ম সমন্বয়ের ধর্মীয় গুরুরা ছাড়াও দেশীবিদেশী বহু বিশিষ্ট নাগরিক, কূটনীতিবিদ, পুলিশ প্রধান প্রমুখ অতিথিবৃন্দ সান্ধ্য প্রীতি সম্মেলনে উপস্থিত ছিলেন।

ঐতিহ্যমণ্ডিত কলকাতা আর্চবিশপ হাউসের এটা ছিল ১১ তম বার্ষিক প্রীতি সম্মেলন যেখানে দুশোর অধিক গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় ধর্মপাল থমাস ডি'সুজা অতিথিদের উষ্ণ আমন্ত্রণ জানিয়ে বলেন অনুষ্টান আমাদের সকল দূরত্ব কমিয়ে দূর কে নিকট করে। এ প্রসঙ্গে রবি ঠাকুরের 'গীতাঞ্জলির' ৬৩ তম কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, "উৎসব অনুষ্ঠানের উপলক্ষ হল দূরত্বের ব্যবধান ঘুচিয়ে অপরিচিতকে আপন করা, বন্ধু করা। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা।" তিনি বলেন, যীশুখ্রীষ্টের শান্তি, প্রেম ভালবাসা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কথা।