কলকাতায় আন্তঃ ধর্মপল্লীর যুবাদের জন্য আয়োজিত হল বার্ষিক ১০ম ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

বিগত ৯ জন থেকে ১৬ জুন পর্যন্ত কলকাতার মৌলালিতে অবস্থিত সাধ্বী তেরেজা গির্জার যুবা দলের উদ্যোগে আন্তঃ ধর্মপল্লীর যুবাদের জন্য বার্ষিক ১০ম ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় কলকাতার হোলি চাইল্ড স্কুল প্রাঙ্গণে।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কলকাতার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যুব সম্প্রদায়কে একত্রিত করে তোলার একটি প্রয়াস ছিল।
সাধ্বী তেরেসা গির্জার যুব দলের পরিচালক ফাদার. নবীন তাউরোর তত্ত্বাবধানে ৯ জুন উক্ত এই টুর্নামেন্ট শুরু হয়।
এই ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই এক টানটান উত্তেজনা দেখা যায় আগত যুবদলের মধ্যে। বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত দলগুলি তাদের জার্সি পরিধান করে মাঠে নামেন। এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম বোলিং করেন ফাদার নবীন তোউরো।
১৬ই জুন ছিল ফাইনাল ম্যাচ যেখানে দলগুলির মধ্যে এক তীব্র উত্তেজনা লক্ষ্য করা যায়। দলগুলিকে উৎসাহিত করার জন্য আকর্ষণীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রদানের ব্যবস্থা করা হয়।
বিগ লাইফ ফেলোশিপ কমিউনিটি এবং ফাতিমা শ্রাইন টিমের মধ্যে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। যেখানে, সম্পূর্ণ লীগ জুড়ে ফাতিমা শ্রাইন ধর্মপল্লী কঠিন লড়াইয়ের পর বিজয় লাভ করে।
বিগ লাইফ ফেলোশিপ কমিউনিটি চ্যাম্পিয়নশিপ শিরোপা লাভ করে এবং ফাতিমা ধর্মপল্লী আইপিসিসি'২৪ এর রানার্স ঘোষিত হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফাতিমা শ্রাইন ধর্মপল্লীর শ্রী লরেন্স বিশ্বাস।
যুবা দলের পরিচালক ফাদার নবীন তাউরো তাঁর সমাপনী ভাষণে ম্যাচের আয়োজক, অংশগ্রহণকারী এবং কলকাতার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যুবকদের এবং সকল দর্শকবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন যে, “এই ধরনের উদ্যোগ আমাদের একে অপরের মধ্যে আন্তরিক বন্ধনকে আরও বেশি শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। তাই এই ধরনের কাজে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য তিনি আমন্ত্রণ জানাচ্ছি।“
পরিশেষে যুব সভাপতি শ্রী ভিনসেন্ট খান অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হবার জন্য এবং সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রতিবেদন- ডমিনিক পাঞ্জা, অনুলিখন- তেরেসা রোজারিও