বাংলাদেশ নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ক্লাব ডে ও নববর্ষ উদযাপন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে ক্লাব ডে ও বাংলা নববর্ষ

গত ২৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দউৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উদযাপিত হয়েছে “ক্লাব ডে” ও বাংলা “নববর্ষ”।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল পহেলা বৈশাখের আদলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠামেলা এবং বিভিন্ন ক্লাবের ভিজ্যুয়াল পরিবেশনা।

অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, ক্লাব কো-অর্ডিনেটর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি।

এসময় উপ-উপাচার্য ড. ফাদার চার্লস বি গর্ডন, সিএসসি, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাব মডারেটর ও কো-মডারেটরবৃন্দ। পরে অতিথিবৃন্দ পর্যায়ক্রমে বেলুন উড়ানো এবং ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন।

বক্তব্য প্রদানকালে ফাদার প্যাট্রিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা এবং মানুষের প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “মানবতা, ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা আমাদের মূল চালিকা শক্তি যা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

বাংলাদেশ নটর ডেম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ক্লাব ডে ও বাংলা নববর্ষ

ফাদার চার্লস বলেন, ‘আজ আমরা যে আনন্দঘন স্মৃতি তৈরি করছি, তা আমাদের ভবিষ্যতের কঠিন সময়েও আনন্দের শক্তি জোগাবে।” এসময় তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দঘন মুহূর্ত তৈরি করার উৎসাহ প্রদান করেন।

সাংস্কৃতিক চর্চার গুরুত্বারোপ করে ফাদার আদম বলেন, “ডিসেম্বরের ৩১ তারিখ এদেশের মানুষ যেমন উল্লাসে মেতে ওঠে, তেমনি নববর্ষ এবং অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক উৎসবেও আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া উচিৎ। বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

দ্বিতীয় অধিবেশনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্লাবের ভিজ্যুয়াল উপস্থাপনা ও পরিবেশনা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম।

এতে অংশগ্রহণ করে ল’ ক্লাব, কম্পিউটার ক্লাব, ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ক্লাব এবং বিজনেস ক্লাব। ক্লাব কো-অর্ডিনেটর সিস্টার সাগরিকার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এর আগে সকালে প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

এমসয় এক মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্জ্বলন এবং পোপ ফ্রান্সিসের প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণ করা হয়।

ফাদার প্যাট্রিক পোপের মানবতা, দরিদ্র ও নির্যাতিত মানুষের পক্ষে দৃঢ় অবস্থান এবং প্রকৃতির প্রতি অপরিসীম ভালোবাসার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “পোপ ফ্রান্সিসের জীবন আমাদের অন্যের পাশে দাঁড়াতে, ন্যায়ের পক্ষে কথা বলতে এবং সৃষ্টিজগতের প্রতি যত্নবান হতে শিক্ষা দেয়।” - প্রেস রিলিজ