ক্ষুদ্র পুষ্প সাধ্বী টেরেসা এবং অভিলার সাধ্বী টেরেসার পর্ব উদযাপন
বিগত ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ আনন্দপল্লি অ্যাপোস্টলিক ক্যার্মেল সিস্টারদের কনভেন্টে গভীর ভক্তি ও আনন্দের মধ্য দিয়ে পালিত হলো ক্ষুদ্র পুষ্প সাধ্বী টেরেসা এবং অভিলার সাধ্বী টেরেসার পর্ব।
অনুষ্ঠানে অংশ নেন ক্যার্মেল সিস্টারগণ, সেন্ট জোসেফ’স ক্যাথলিক গির্জার যুবদল এবং সেন্ট অন্তনি গির্জার খ্রিস্টভক্ত যাদের উপস্থিতি পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ফাদার আবনিন্দ্র দাস। তিনি দুই সাধ্বীর জীবনের উদাহরণ দিয়ে ঈশ্বরপ্রেম, বিনয় ও প্রার্থনামূলক জীবনের গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথায় উপস্থিত সকলে অনুপ্রাণিত হন। এরপর ফাদার পবিত্র খ্রিষ্টজাগ উৎসর্গ করেন।
মিসা শেষে সিস্টাররা যুবকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করেন এবং অ্যাপোস্টলিক ক্যার্মেল সমাজের ইতিহাস, উদ্দেশ্য ও সেবার মানসিকতা সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন। যুবক-যুবতীরা মনোযোগ দিয়ে তা শোনে এবং অনেকেই এই জীবনযাত্রা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে।
সবার অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে প্রার্থনা, কৃতজ্ঞতা ও আনন্দে ভরপুর এক আধ্যাত্মিক উৎসব।
প্রতিবেদন - সৌম্য প্রামানিক