কলকাতার সাধ্বী তেরেসা গির্জায় উদযাপিত হল ফাতিমার রানী মারিয়ার মহাপর্বোৎসব
বিগত ১৩ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, কলকাতার মৌলালিতে অবস্থিত সাধ্বী তেরেসা গির্জায় শ্রদ্ধা ও ভক্তি সহযোগে ফাতিমা অ্যাপোস্টলেটের নেতৃত্বে আয়োজিত হল ফাতিমার রানী মারিয়ার মহাপর্বোৎসব।
ফাতিমা মা মারিয়ার প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তি প্রদর্শন স্বরূপ ন দিনব্যাপী নবাহ প্রার্থনা ও পর্ব দিনে মহাখ্রীষ্টজাগের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জর্জ আন্তুনি, ফাদার নবীন টাউরো, ফাদার অরুণ লুকাস এবং অনেক বিশ্বস্ত ভক্ত এই পবিত্র জপমালা ও খ্রীষ্টজাগে সক্রিয় অংশগ্রহণ করেন।
খ্রীষ্টজাগ শুরুতে ফাতিমা মা মারিয়াকে শোভাযাত্রা সহযোগে পালকি করে গির্জার ভেতরে নিয়ে আসা হয়। এরপর পালপুরোহিত ফাদার জর্জ ধূপ আরতি দিয়ে মাকে বরণ করে মায়ের গলায় ফুলের মালা পরিয়ে মায়ের প্রতি তার ভক্তি নিবেদন করেন। ফাদার নবীন পবিত্র জপমালার মালা মায়ের গলায় পরিয়ে দেন। এরপর ফাদার অরুণ লুকাস ফাতিমা মা মারিয়াকে মুকুট পরিয়ে দেন।
উপদেশ চলাকালীন সময়ে ফাদার বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিদিন জপমালা প্রার্থনা করার জন্য শিশুদের আহ্বান জানান।
সাধ্বী তেরেজা গির্জার এই পার্বণটি ধর্মপল্লী বাসীদের কাছে শুধুমাত্র একটি আনন্দের উৎসবই ছিল তা নয় বরং মায়ের প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের এক প্রয়াস ছিল।
খ্রীষ্টজাগ শেষে ফাতিমা অ্যাপোস্টলেটের নতুন সদস্যরা পবিত্র বেদীর সামনে তাদের শপথ বাক্য পাঠ করেন এবং ধন্যা কুমারী মারিয়ার সম্মুখে প্রতিশ্রুতি গ্রহণ করেন।
পাল পুরোহিত ফাদার জর্জ নতুন সদস্যদের আশীর্বাদ করেন এবং ফাতিমা অ্যাপোস্টোলেটের স্যাশ প্রদান করেন। প্রতিবেদন - ডমিনিক পাঁজা, অনুলিখন তেরেসা রোজারিও