বাংলাদেশ ইউথ ক্যাটিকিজমের আয়োজনে অনুষ্ঠিত হল রোজারী মালা প্রার্থনা অনুষ্ঠান

বাংলাদেশ ইউথ ক্যাটিকিজমের আয়োজনে পবিত্র আত্না উচ্চ সেমিনারী বনানীতে অনুষ্ঠিত হলো বিশেষ রোজারী মালা প্রার্থনা

গত ২৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, বাংলাদেশ ( ইউথ ক্যাটিকিজম ) এর আয়োজনে এবং এপিসকপাল যুব কমিশনের সহযোগিতায়, জপমালা রাণীর মাসকে কেন্দ্র করে পবিত্র আত্না উচ্চ সেমিনারী,বনানীতে  অনুষ্ঠিত হলো বিশেষ রোজারী মালা প্রার্থনা

 বিশেষ ভাবে আসন্ন জুবিলীকে কেন্দ্র করে পুন্য পিতা পোপ ফ্রান্সিস যে মূলভাব বেছে নিয়েছেনআশার তীর্থযাত্রাএই মূলভাবকে কেন্দ্র করে এই প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়াও ইউক্রেন, ইসরায়েল ফিলিস্তিন এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর জন্য, এবং বাংলাদেশের বন্যা, দ্রব্য মুল্যের অস্বাভাবিক বৃদ্ধি এবং যে সকল পরিবার বন্যায় তাদের আত্নীয় স্বজন হারিয়েছে তাদের আত্নার শান্তি কামনা করাই ছিলো এই রোজারী মালা প্রার্থনার মূল উদ্দেশ্য ছিলো

প্রার্থনার শুরুতেই  ইউকাট এর প্রতিনিধি নীল দিব্রাআশার তীর্থযাত্রীএই মূলভাবের উপর ব্যাখ্যা দিয়ে বলেন, “পোপ ফান্সিস এই তীর্থযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশা মানুষদের একত্রিত করবেন যেন সবাই আশার তীর্থযাত্রী হয়ে জুবিলীর এই মাহেন্দ্রক্ষনে খ্রিষ্টের সাক্ষ্য বাণী  বিশ্বের প্রান্তসীমায় ছড়িয়ে দিতে পারে।

এই অক্টোবর মাসে সকল ক্যাথলিক খ্রিষ্টানগণ মা মারীয়ার প্রতি ভক্তি প্রর্দশনার্থে  মায়ের কাছে প্রার্থনা করে থাকেন”, বলেন নীল দিব্রা

তিনি আরো বলেন, প্রথম বিশ্ব যদ্ধের সময় মা মারীয়া সাধবী লুসিয়া, ফ্রান্সিসকো এবং জাসিন্তাকে দেখা দিয়ে বলেছিলেন বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করতে। যেন এই রোজারী মালা প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে আজ অবধি পযর্ন্ত আমরা যে কোন প্রয়োজনে মায়ের স্মরণাপন্ন হয়ে মা মারীয়াকে ডাকি। 

মূলত ইউথ ক্যাটেকিজম (ইউক্যাট ) একটি ধর্মীয় আন্দোলন বা সংগঠন যা পোপীয় ত্রান সংস্থা এবং মন্ডলীর বিশ্বাস  বিস্তারের কাজে নিঃস্বার্থভাবে পরিচালনা দান করে যাচ্ছে। বাংলাদেশে সম্প্রতি এই সংগঠনের কার্যক্রম সক্রিয়ভাবে বিদ্যমান রয়েছে। 

উল্লেখ্য এটি একটি সংগঠন যা নিজস্ব ভাবে স্বল্প পরিমানে ধর্মীয় বই বিক্রির অর্থায়নে প্রতিষ্ঠিত। ইতিমধ্যে প্রায় ৬০টিরও বেশি ভাষায় বিভিন্ন বই অনুবাদ করা হয়েছে, ধর্মীয় এই বই গুলো সারা বিশ্বব্যাপী হাজার হাজার তরুনদের কাছে  খ্রিষ্টের সাক্ষ্য বাণী ঘোষনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িঁয়েছে।

 উক্ত এই প্রার্থনায় ঢাকার বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ৩০ জন যুবাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এই রোজারী মালা প্রার্থনার অনুষ্ঠান করা হয়। - আরভিএ সংবাদ