সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির
গত ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, প্রতি বছরের ন্যায় এই বছরেও সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুর ক্যাম্পাসে স্থানীয় দুস্থ ভাইবোনেদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
সেন্ট জেভিয়ার্স কলেজের উদ্যোগে, রাঘবপুরের ভিনসেন্ট ডি পল সংগঠনের সহযোগিতায় এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রাক্তনী সংগঠনের পরিচালনায় এই স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। সকাল আটটা থেকে সারাদিনব্যাপী এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সমাজের সব স্তরের মানুষের জন্য।
এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিষয়ের ডাক্তাররা উপস্থিত ছিলেন - ১.চক্ষু পরীক্ষা ২.কান, নাক ও গলার চিকিৎসা ৩.সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ৪. স্ত্রীরোগ চিকিৎসা ৫.শিশুরোগ চিকিৎসা ৬.দাঁত ৭.কার্ডিওলজি
এছাড়া ই.সি.জি. সহ বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা ও ওষুধ বিতরণ করা হয় উক্ত এই শিবিরে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রিন্সিপাল ডক্টর ফাদার ডমিনিক সাভিও এস.জে, সেন্ট জেভিয়ার্স কলেজ রাঘবপুরের ভাইস প্রিন্সিপাল ফাদার জনসন পাদিয়ারা এস.জে, রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে মহাশয় এবং অন্যান্য ফাদারগণ। উপস্থিত ছিলেন আইএএস অফিসার শ্রী নারায়ণ স্বরূপ নিগম (Health Department Government of west bengal, বিধানসভার সদস্য দিলীপ মন্ডল, রাষ্ট্রমন্ত্রী: পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, ওয়ার্ড নম্বর ১৪৩ ওয়ার্ডের কাউন্সিলার শ্রীমতি ক্রিস্টিনা বিশ্বাস, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার প্রাক্তনী সংগঠনের সচিব ও অন্যান্য বিশিষ্টজনেরা।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা ও কলেজের ছাত্র-ছাত্রীরা।
এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্দেশ্য ছিল রাঘবপুর এলাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সার্বিক উন্নয়ন। অনুষ্ঠানে আগত বিশিষ্টজনদের বক্তব্যে এটাই প্রকাশ পায় যে স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ তাই শারীরিক এবং মানসিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বার্তা প্রত্যেকের সামনে তুলে ধরা এবং সকলকে সচেতন করা। প্রতিবেদন তন্ময় মন্ডল