রাজশাহী বাগানপাড়া মুক্তিদাতা হাই স্কুলে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান

মুক্তিদাতা হাই স্কুল প্রাঙ্গনে আনন্দ-উৎফুল্লে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান

আজ  ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী বাগানপাড়া মুক্তিদাতা হাই স্কুল প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদা আনন্দ-উৎফুল্লে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান।

এই দিবসকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক অতিথিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।

অনুষ্ঠানের শুরুতেই আসন গ্রহণ করেন প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন সিএসসি।

অতিথিদের আসন গ্রহণ, সার্বজনীন প্রার্থনা উদ্বোধনী নৃত্যের দ্বারা প্রধান অতিথি, প্রধান শিক্ষক শিক্ষকদেরকে ফুরের তোড়া ব্যাজ প্রদান করে সম্মান প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, ২০২৫ শিক্ষা বর্ষের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রধান শিক্ষক মঙ্গল প্রদীপ প্রজ্বলন করার মধ্য দিয়ে তাদের জন্য মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান মঞ্চে শ্রেণী অনুসারে নবাগত শিক্ষার্থীদের আহ্বান করা  হলে প্রধান অতিথি, প্রধান শিক্ষক শিক্ষকবৃন্দ তাদের হাতে রাখি-বন্ধনী পরিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেন।

শুভেচ্ছা বক্তব্যে মিসেস ইসরাত জাহান ইভা নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

আনন্দ-উৎফুল্লে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান

প্রধান অতিথি ফাদার ফাবিয়ান মারান্ডী নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা দেশের কল্যানে নিজেদের বিলিয়ে দিবে। দেশ জাতির উন্নয়নে তোমাদের ভূমিকা থাকবে সবার উপরে। ভালো ভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাদের হয়ে উঠতে হবে খাঁটি আর্দশ ব্যক্তি।

প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন সিএসসি বলেন, “জীবনই শৃঙ্খলা আর শৃঙ্খলাই জীবনসুতরাং তোমাদের হয়ে উঠতে হবে শৃঙ্খলার মানুষ। কেননা শৃঙ্খরাই তোমাদের উপরের দিকে নিয়ে যাবে। যার জীবনে শৃঙ্খলা নেই সে পশুর মতো।

তিনি আরো বলেন যে, “তোমাদের মধ্যে যেন দেশ প্রেম জাগ্রত থাকে। দেশের প্রতি সদা কৃতজ্ঞ থাকবে।

পরিশেষে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়। - ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি