রাঘবপুর সাধু যোসেফ ধর্মপল্লীতে পালিত হল সাধু যোসেফের পর্ব দিবস

গত ১৭ই মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় মহাসমারহে পালন করা হল ধর্মপল্লীর প্রতিপালক সাধু যোসেফের পর্ব দিন।

মূলত ক্যাথলিক মন্ডলীতে প্রতিবছর এই পর্ব ১৯শে মার্চ পালন করা হয়। তবে, এই ধর্মপল্লীতে ১৭ই মার্চ রবিবার শোভাযাত্রা ও খ্রীষ্টযাগের মাধ্যমে পর্ব দিবস পালন করা হয়।

পর্ব দিন উপলক্ষে  রাঘবপুর ধর্মপল্লীতে ১৪ই মার্চ থেকে ১৬ই মার্চ তিন দিন নবাহ প্রার্থনার আয়োজন করা হয় এবং ১৭ই মার্চ রবিবার পর্বীও  খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়

নবাহ প্রার্থনার প্রথম দিনে সাধু যোসেফের পতাকা উত্তোলন করা হয়, প্রতিকৃতিতে মাল্যদান ও আরতি করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর শোভাযাত্রার মাধ্যমে কীর্তন গান সহযোগে গির্জা প্রাঙ্গনে প্রবেশ করা হয়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে., ফাদার জিনেশ এস.জে., ফাদার .এস. যোসেফ এস.জে.  এছাড়া উপস্থিত ছিলেন সিস্টার অর্পিতা ডি.এস.., সিস্টার অমলা ডি.এস.., সিস্টার বিনীতা ডি.এস.. অন্যান্য সিস্টার ও সাধারণ খ্রীষ্টভক্তগণ

১৭ই মার্চ রবিবার সকাল ৬:৩০ পর্বীও খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার জনসন পাদিয়ারা এস.জে.(সুপিরিয়র)। উপদেশে তিনি সাধু যোসেফের ১৫০ বছরের পুরানো আশ্চর্য ঘটনা লরেটো চ্যাপেলে কাঠের সিঁড়ি তৈরির ঘটনা আরেকবার স্মরণ করিয়ে দেন

খ্রীষ্টযাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে ফাদারগণকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর পর্ব দিন উপলক্ষে কেক কেটে সকল খ্রীস্টভক্তের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয় এইভাবেই ধর্মপল্লীর প্রতিপালক সাধু যোসেফের পর্ব মহাসমারহে উদযাপন করা হয়।-তন্ময় মন্ডল