লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লী বনপাড়াতে ডিকন সুমিত ব্লেইস কস্তার যাজকীয় অভিষেক লাভ

নব অভিষিক্ত ফাদারের বাবা- মা ও বিশপ জের্ভাস রোজারিও’র সাথে ফাদার ব্লেইস সুমিত কস্তা

গত নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে ডিকন ব্লেইস সুমিত কস্তা যাজকপদে অভিষেক লাভ করেন।

অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। এতে  বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৪৫ জন ফাদার, জন ডিকন, ৩৫ জন সিস্টার প্রায় ১৩০০ এর অধিক খ্রিস্টভক্তগণ অংশগ্রহণ করেন।

বিশপ জের্ভাস রোজারিও খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বলেন, “ঈশ্বরের ভালোবাসার প্রকাশ আমাদের জীবন। অবিরাম ধারায় ঈশ্বর অনুগ্রহ দানের মধ্য দিয়ে আমাদের জীবন ধন্য করেন। এর মধ্যদিয়ে আমরা নিজ বিশ্বাসের অভিজ্ঞতায় তাঁকে চিনতে জানতে পারি। উপলব্দি করতে পারি তাঁর পরিকল্পনা আহ্বান।

তিনি আরো বলেন, “নব অভিষিক্ত ফাদার সুমিত ব্লেইস কস্তা আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসার দান। এর জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ফাদার সুমিতের পরিবার আত্মীয়-স্বজনদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।

ঈশ্বর যে সন্তানকে তাদের পরিবারে দান করেছিল, তারা উদারভাবে তা ঈশ্বরের নামে মণ্ডলীর মধ্যদিয়ে সেবা কাজের জন্য দান করেছেন। আশা করি, একইভাবে আরও অনেক পরিবার তাদের সন্তানদের উৎসাহিত করবেন”, বলেন বিশপ রোজারিও।

বিশপ রোজারিও নব অভিষিক্ত যাজকের উদ্দেশ্যে বলেন, “তুমি আজ যাজকাভিষেক লাভের মধ্যদিয়ে স্বয়ং খ্রিস্টের যাজকত্বের অংশী হয়ে উঠেছো। আশা করি তুমি ঈশ্বরের এই মহা দান সযত্নে রক্ষা জীবনের মধ্য দিয়ে যাপন করে যাবে।

নব অভিষিক্ত ফাদার ব্লেইস সুমিত কস্তা’র সাথে ধর্মপ্রদেশের যাজকগণ

নব অভিষিক্ত ফাদার সুমিত ব্লেইস কস্তা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার এই জীবনের দীর্ঘ ১৭ বছর যে সিড়ি বেয়ে বেয়ে চলেছি আজকে সেই পূর্ণতায় আমি উপনীত হয়েছি যাজক হওয়ার মধ্যদিয়ে আর সেটা অবশ্যই অনেক মানুষের অবদান ছিল, শ্রম ছিল, সমর্থন ছিল। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই তাদের এই সহযোগিতার জন্য।

আমি আজ আপনাদের কাছে প্রার্থনা চাই, যেন আমার এই যাজকীয় জীবনের  আনন্দ আমি সমসময় ধরে রাখতে পারি এবং আমার এই যাত্রা যেন সুন্দর হয় প্রভুর সেবকের ন্যায় যেন আমি মন্ডলীতে কাজ করে যেতে পারি”, বলেন নব অভিষিক্ত যাজক কস্তা।

বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা বলেন, “নব অভিষিক্ত যাজক ব্লেইস সুমিত কস্তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঐহিত্যবাহী এই ধর্মপল্লী থেকে যেন যাজকীয় ব্রতীয় জীবনের আহ্বান অব্যাহত থাকে সেই প্রচেষ্টা করতে সবাইকে আহ্বান জানাই।

এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করতে যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা। - আরভিএ সংবাদ