রাজশাহী সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা

গত ২৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বিতর্ক প্রতিযোগিতা। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা অর্ধদিবস ব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সন্মানিত অধ্যক্ষ ডঃ ফাদার শংকর ডমিনিক গমেজ এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অধ্যক্ষ মহোদয় তার উদ্বোধনী বক্তব্যে কর্মশালার আয়োজক এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ও বিতর্কের সাথে সংশ্লিষ্ট সকলকে উৎসাহ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য ,অনুষ্ঠানের পরবর্তী অংশে "জলবায়ু মোকাবিলায় বংলাদেশের মত দরিদ্র দেশগুলোর কোন করণীয় নেই।" বিষয়টির উপর একটি বিতর্কের আয়োজন করা হয়। উক্ত বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে অত্র স্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থী তাসনিয়া নিশাত মীম, (রিপোর্টার, সময় টেলিভিশন, ঢাকা ) এবং বিচারকের গুরুদায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক শ্রদ্ধেয় শিবদাস স্যান্যাল স্যার, শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরিফিকেশন এবং জনাব রাশিদুল ইসলাম, প্রভাষক (ইংরেজি), কলেজ শাখা।
বিতর্ক অনুষ্ঠানের শেষ অংশে মডারেটর এবং বিচারকমণ্ডলী বিতার্কিকদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের প্রত্যেককে একেকজন দক্ষ বিতার্কিক হয়ে উঠার কার্যকরী দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত বিতর্কে বিপক্ষদল বিজয়ী হয়। পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।