প্রভু যীশুর গির্জার খ্রিস্টীয় জীবন সংঘ দুস্থ ভাই-বোনেদের হাতে রেশন তুলে দিল
গত ৩০শে মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ, কলকাতার প্রভু যীশুর গির্জার খ্রিস্টীয় জীবন সংঘের পক্ষ থেকে পাস্কা পর্ব উপলক্ষে দুস্থ ভাই-বোনেদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় রেশন সামগ্রী।
পাস্কা পর্ব উপলক্ষে ধর্মপল্লী ৩০ জন দুস্থ ভাই বোনেদের জন্য অতি প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেওয়া হল যাতে তারাও এই পাস্কা পর্বকে আনন্দের সাথে উপভোগ করতে পারেন।
এই দান সামগ্রী দেওয়ার পূর্বে ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সিরিয়াক সেবাস্টিন এস.জে. একটি ছোট্ট প্রার্থনা দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তারপর তিনি পবিত্র জল দিয়ে দান সামগ্রী আশীর্বাদ করেন।
ফাদার সিরিয়াক সেবাস্টিন বলেন “এই দান সামগ্রীর মধ্যে দিয়ে যেন ঈশ্বরের মহিমায় প্রকাশিত হয়।“
প্রার্থনা শেষ হবার পর উপস্থিত ৩০ জন ভাইবোনেদের একে একে এই দান সামগ্রী তুলে দেওয়া হয়।
আগত এই ভাইবোনেদের মধ্যে থেকে একজন বলেন পাস্কা পর্বের আগে এই দান সামগ্রীর জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। পারিবারিক আর্থিক অবস্থা আমাদের খুবই খারাপ তাই, আমাদের কাছে পর্ব দিন উদযাপন করার মত কিছুই নেই। এমত অবস্থায় এই দান সামগ্রী আমাদের কাজে লাগবে।“
উল্লেখ্য এই খ্রিস্টীয় জীবন সংঘের পরিচালিকা, শ্রীমতি মলিনা ভিনসেন্ট বিগত কয়েকদিন যাবৎ অসুস্থ থাকা সত্বেও তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
তিনি বলেন “যে কোন উৎসবেই আমরা অনেক কিছু করে থাকি আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য তবে আমাদের আশেপাশে এমন অনেক ভাই-বোনেরা আছেন যারা এই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের ছোট ছোট স্বার্থত্যাগের মধ্যে দিয়ে আমরা যদি এদের পাশে দাঁড়াতে পারি তাহলেই প্রকৃত অর্থে আমরা উৎসব পালন করতে পারব এবং পুনরুত্থিত যীশুর আশীর্বাদ লাভ করতে পারব।“ - তেরেজা রোজারিও