কলকাতার ইমমাউস রিট্রিট সেন্টারে যুবাদের জন্য ঐশ্ব করুণার বিশেষ খ্রীষ্টযাগ উদযাপন

গত ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, কলকাতার ইমমাউস রিট্রিট সেন্টারে বিভিন্ন ধর্ম পল্লীর যুবদলের জন্য ঐশ করুণার আধার যীশুর কৃপায় লাভের জন্য এক বিশেষ খ্রীষ্টযাগের আয়োজন করা হয়

প্রথমে, বেলা একটা সময় সকল কিশোর কিশোরীদের নাম নথিভুক্ত করা হয় এরপর তাদের নিজেদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব আনার জন্য কিছুক্ষণ সময় দেওয়া হয়

এরপর জন্ম মাস অনুযায়ী তাদের বিভিন্ন দলে বিভক্ত করা হয় এবং দলের প্রত্যেকটি সদস্যের নাম এবং জন্ম তারিখ সম্বন্ধে  অবগত হতে  বলা হয়

এরপর এই দলগুলিকে একজন প্রতিনিধিত্ব করে বিভিন্ন দলগুলির সাথে সকলের পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়

পরিচয় পর্ব শেষে একটি হিন্দি একশন গান গাওয়া হয় যার মাধ্যমে তারা সাবলীলভাবে তাদের অভিব্যক্তিগুলিকে প্রকাশ করার জায়গা পায়

গানের পর এক কিশোরী তার নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে সকলকে বলে যে, “আমাদের চাওয়ার আগেই ঈশ্বর নিজের সময় মত প্রত্যেকটি মানুষের চাহিদা পূরণ করেন। তাই, আমাদের সবসময় নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে শিখতে হবে।

পরবর্তীতে সিস্টার জেনেফা এবং যুবদলের দুই সদস্য সম্মিলিতভাবে পবিত্র সাক্রামেন্টের স্তুতি  আরাধনা করেন

আরাধনা শেষে যুবদলের এক সদস্য এরিক গমেস সাক্ষ্য দান করে বলেন তার জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও ঈশ্বর তাকে সাহায্য করেছেন প্রত্যেকটি বিপদের মুখে থেকে ফিরে আসার তার বাস্তব অভিজ্ঞতা তিনি তুলে ধরেন।

বিহার থেকে আগত যুবা সদস্য  আয়ুষ সাক্ষ্য প্রদান করে বলেন তিনি একটি প্রার্থনা পূর্ণ পরিবার থেকে এসেছেনতার প্রথম জীবনে তিনি ঈশ্বর এবং পরিবার থেকে দূরে যেতে শুরু করে এবং ধীরে ধীরে নেশায় আসক্ত হয়ে পড়ে কিন্তু এক বন্ধু তাকে একদিন এই ধ্যান আরাধনা প্রার্থনায় নিয়ে আসে ওই একই প্রার্থনায় তার মাও উপস্থিত ছিলেন যিনি তার জন্য প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের কাছে কাঁদছিলেন প্রার্থনা চলাকালীন সময়ে ফাদার বলেন যে এখানে একজন মা আছেন যিনি তার সন্তানের জন্য কাঁদছেন ঈশ্বর সেই মায়ের প্রার্থনা শুনতে পাচ্ছেন তারপর থেকেই তার মধ্যে এক পরিবর্তন আসে এবং সে ধীরে ধীরে নিজেকে সমর্পিত করে ঈশ্বরের কাছে।

সাক্ষ্য প্রদান এবং পবিত্র সাক্রামেন্টের সামনে আরাধনার পর বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ঐশ করুনার আধার যীশুর উদ্দেশ্যে মিশা উৎসর্গ করেন ফাদার শ্যাম

মিশা শেষে প্রীতি বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় -আন্দ্রিয়া গমেস