নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো এআই ও ভিডিও এডিটিং কর্মশালা

ঢাকার মতিঝিলে অবস্থিত এনডিইউবি ক্যাম্পাসে বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো এআই ও ভিডিও এডিটিং কর্মশালা

গত ১৩ ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকার মতিঝিলে অবস্থিত নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ (এনডিইউবি) ক্যাম্পাসে বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো এআই ভিডিও এডিটিং কর্মশালা

এই কর্মশালার মূলসুর ছিলFrame the Future: AI Meets Video Editing” শীর্ষক একটি এআই ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা।

দুই দিনের এই কর্মশালায় ১৩৮ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক বিভিন্ন শিল্পখাতের পেশাজীবীরা অন্তর্ভুক্ত ছিলেন।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী পেশাজীবীদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কীভাবে ভিডিও এডিটিং জগতে পরিবর্তন আনছে তা তুলে ধরা।

প্রথম সেশনটি ১৩ মে এনডিইউবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন ক্লাব মডারেটর তানজিয়া রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিইউবি-এর উপাচার্য . ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, প্রো-ভাইস চ্যান্সেলর . ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার আশিম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো এআই ও ভিডিও এডিটিং কর্মশালা

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ফিল্ম মাল্টিমিডিয়া বিভাগের প্রধান সেলিম হোসেন মূল বক্তব্য উপস্থাপন করেন, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে ভিডিও সম্পাদনার ধারা পাল্টে দিচ্ছে তা ব্যাখ্যা করেন। সময় প্রতিষ্ঠানের অন্যান্য বিশেষজ্ঞগণ সর্বশেষ এআই টুলগুলোর প্রদর্শনীও করেন।

দ্বিতীয় সেশনটি ১৭ মে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়, যেখানে হাতে-কলমে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। দিনটি শুরু হয় ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি উদ্ভাবন নেতৃত্বের প্রতি উৎসাহ জ্ঞাপন করেন।

এরপর সিনিয়র ফ্যাকাল্টি সদস্য অভিজ্ঞ ভিডিও সম্পাদক আনিসুর রহমান প্রশিক্ষণ পরিচালনা করেন এবং জটিল টুলগুলোকে সহজভাবে ব্যাখ্যা করেন।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল কুইজ, প্রশ্নোত্তর পর্ব, উপহার বিতরণ। বিশেষভাবে আয়োজন করা একটি শিল্প ভ্রমণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবজীবনে এআই প্রযুক্তি কীভাবে ভিডিও সম্পাদনায় ব্যবহৃত হয় তা প্রত্যক্ষ করার সুযোগ পান।

কর্মশালাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের জন্য তা কার্যকর দক্ষতা অর্জনের একটি সুযোগ হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা এই অভিজ্ঞতাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সময় নিয়ে এই  ধরণের কর্মশালার আয়োজনের অনুরোধ জানান। - আরভিএ সংবাদ