দক্ষিণ ২৪ পরগনা জেলার রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গির্জায় কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও- র বিশেষ খ্রীষ্টযাগ অর্পণ

গত ২৫শে ডিসেম্বর ২০২৩  প্রভু যীশুর জন্মোৎসব উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গির্জাতে  মহা খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়। 

এই মহা খ্রীষ্টযাগ উৎসর্গ করেন বাংলাদেশ থেকে আগত কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও এবং তার সাথে উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্পো এস.জে. ও প্রবীণ পুরোহিত ফাদার কুরুভিল্লা  থোত্যাম এস.জে.।

ধর্মপল্লীর পক্ষ থেকে কার্ডিনাল মহাশয়কে কীর্তন সহযোগে শোভাযাত্রা ক’রে স্বাগত জানিয়ে উপাসনা গৃহে নিয়ে যাওয়া হয়।  
এরপর কার্ডিনাল মহাশয়কে ধূপ আরতি ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়।
খ্রীষ্টযাগ চলাকালীন সময়ে কার্ডিনাল প্যাট্রিক তার উপদেশে  সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য এবং সারা বিশ্বের ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই উদ্দেশ্যে  ঈশ্বরের চরণে প্রার্থনা রাখেন। তিনি আরও বলেন, “বিশেষ করে যে সমস্ত দেশে বর্তমানে যুদ্ধ চলছে সেই সমস্ত দেশে যেন ঈশ্বরের শান্তি বিরাজ করে এই প্রার্থনা করি।“
খ্রীষ্টযাগ শেষে তিনি সকলের উদ্দেশ্যে বড়দিনের বিশেষ আশীর্বাদ প্রদান করেন। 
এরপর ধর্মপল্লীর পক্ষ থেকে তাকে শাল ও পুষ্পস্তবক  দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
প্রভু যীশুর জন্মদিনের এই শুভ মুহূর্তে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও আশীর্বাণী ধর্মপল্লীবাসীদের অন্তরে এক বিশেষ আবেগের সূচনা করে।
খ্রীষ্টযাগ এবং সংবর্ধনা অনুষ্ঠানের পর তিনি ধর্মপল্লীর বিভিন্ন সংগঠন গুলির সদস্যদের সাথে আলাপচারিতা করেন এবং তাদের আগামী দিনের জন্য আশীর্বাদ ও উৎসাহ প্রদান করেন।-তন্ময় মন্ডল