কেওড়াপুকুর সাধু আন্তুনি গির্জায় স্বাধীনতা দিবস উপলক্ষ্য অনুষ্ঠিত হল সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান

গত ১৭ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, রবিবার বৈকাল ৩ ঘটিকায় কার্মেল গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো একক নৃত্য ও সঙ্গীত এবং দলগত সঙ্গীত নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠান।

এই প্রতিযোগিতা দুটি ভাগে বিভক্ত ছিলো যথা জুনিয়র ও সিনিয়র বিভাগ যেখানে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলগুলির ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

বিগত কয়েক বছর ধরেই কেওড়াপুকুর ধর্মপল্লীর মহিলা কমিশন স্থানীয় প্রতিভাবান কিশোর কিশোরী এবং যুবক যুবতীদের অনুপ্রাণিত করে তোলার জন্য এই অনুষ্ঠান পরিচালনা করে চলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিশারী পাস্টোরাল সেন্টারের পরিচালক ফাদার গৌতম নস্কর উপস্থিত ছিলেন বারুইপুর ধর্মপ্রদেশের প্রাক্তন বিশপ পরম শ্রদ্ধেয় সালভাতোর লোবো মহাশয়, বারুইপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কৌনজ রায়, ফাদার জোনাস ও অন্যান্য ফাদারগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্মেল স্কুলের প্রিন্সিপাল সিস্টার ও অন্যান্য সিস্টারগণ।

ফাদার কৌনজ রায় বলেন এটা প্রতিযোগিতা তবে এর মূল উদ্দেশ্য হলো প্রতিভার অন্বেষণ করা ও যুবক যুবতীদের একটা মঞ্চ ও সুযোগ করে দেওয়া।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রার্থনা ও পঞ্চ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এই অনুষ্ঠানে চার জন দক্ষ বিচারক ছিলেন যাদের দক্ষ পরিচালনায় এই প্রতিযোগিতা সম্পূর্ণ হয়।

উক্ত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কেওড়াপুকুর ধর্মপল্লীর মহিলা কমিশনের সদস্যরা আশে পাশের কিশোর - কিশোরী এবং যুবক যুবতীদের নিজেদের সংস্কৃতি এবং কৃষ্টি সম্পর্কে জানার এক সুযোগ করে দেয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে

প্রতিবেদন - তন্ময় মন্ডল