ভূতাহারা ধর্মপল্লীতে মা মারীয়ার গ্রটো উদ্বোধন ও মারীয়া সংঘের পর্ব উদযাপন

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে মারীয়া সংঘের পর্ব উদযাপন ও মা মারীয়ার গ্রটো উদ্বোধন

গত ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারাতে মারীয়া সংঘের পর্ব উদযাপন মা মারীয়ার গ্রটো উদ্বোধন করা হয়।

মা মারীয়ার মূর্তি স্থাপন গ্রটো আশীর্বাদ অনুষ্ঠানে ধর্মপল্লীর বোডিং ছেলে-মেয়ে, সিস্টার, সেবারত ভাই-বোন, ফাদার বিভিন্ন গ্রাম থেকে আগত মারীয়া সংঘের  প্রায়  ৭০ জন মায়েরাসহ প্রায় ২০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

রোজারিমালা প্রার্থনার মাধ্যমে দিনের আধ্যাত্নিক যাএা শুরু হয়। এর পরে  সিস্টার বিনু পালমা, এলএইচসি পরিবারের মা মারীয়ার গুরুত্ব সম্পর্কে সহভাগিতা করেন।

ধর্মপল্লী, সমাজ পরিবার জীবনে মারীয়া সংঘের বিভিন্ন অবদান সম্পর্কে, তাদের দায়িত্ব কর্তব্য মণ্ডলীতে তাদের সক্রিয় অংশগ্রহণের উপর বিস্তারিত অলোচনা করেন ফাদার লুইস সুশীল পেরেরা।

পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “আজ আমাদের ধর্মপল্লীর জন্য ঐতিহাসিক স্মরণীয় দিন। আজ আনুষ্ঠানিকভাবে মা মারীয়ার গ্রটো উদ্বোধন মা মারীয়ার মূর্তি স্থাপন করা হয়েছে। তাই মা মারীয়ার স্থান শুধু গ্রটোতে নয় বরং আমাদের প্রত্যেকের হৃদয় যেন মা মারীয়ার মন্দির হয়ে উঠে।

পরিশেষে মারীয়া সংঘের মায়েদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ পাল-পুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম