এপিসকপাল যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো আর্চবিশপ মজেস কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
গত ১৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, এপিসকপাল যুব কমিশনের আয়োজনে রমনা ক্যাথিড্রাল মাঠে অনুষ্ঠিত হলো আর্চবিশপ মজেস কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
আর্চবিশপ মজেস কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়েছে, “সুস্থ বিনোদন: শুদ্ধ জীবন পথে”।
খ্রিস্টান যুব সমাজের মধ্যে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের প্রতি আগ্রহ বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ, আন্ত:সংস্কৃতির আদান-প্রদান, নতুন কৌশল অবলম্বনে সৃজনশীল দক্ষতা অর্জন, খ্রিষ্টীয় মূল্যবোধ জাগিয়ে তোলা এবং দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গঠনের লক্ষ্যেই এই টুর্ণামেন্টের ক্ষুদ্র আয়োজন।
এই জুবিলী বর্ষের ও স্বর্গীয় আর্চবিশপ মজেস কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশন। আর রানার্সআপ হয়েছে খুলনা ধর্মপ্রদেশের যুব কমিশন।
উক্ত টুর্নামেন্টের মধ্যে আটটি দল অংশগ্রহণ করে যথা: ঢাকা মহাধর্মপ্রদেশ, খুলনা ধর্মপ্রদেশ, দিনাজপুর ধর্মপ্রদেশ, বিসিএস এর দল, চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ, জিজাস ইউথ দল, রাজশাহী ধর্মপ্রদেশ এবং ময়মনসিংহ ধর্মপ্রদেশ।
আন্তঃধর্মপ্রদেশীয় যুব ওয়ান ডে ফুটবল টুর্ণামেন্টের শুরুতেই ছিলো ঢাকা মহাধর্মপ্রদেশ এর পক্ষ থেকে উদ্বোধনী নৃত্য পরিবেশনা।
উদ্বোধনী বক্তব্যে এপিসকপাল যুব কমিশনের সভাপতি বিশপ সুব্রত বনিফাস গমেজ বলেন, “ঈশ্বরের সেবক আর্চবিশপ মজেস কস্তা তিনি ছিলেন আমাদের আর্চবিশপ তার অবদান বাংলাদেশ মন্ডলী কোনদিনই ভুলতে পারবো না, বিশেষ করে যুবক-যুবতী ভাই-বোনেরা।”
বাংলাদেশ মন্ডলীর যুবাদের জন্য যে ত্যাগ, যে পরিকল্পনা, যে অবদান তিনি রেখে গেছেন তা ধরে রাখার জন্য এবং অন্যদেরকে জ্ঞাত করার জন্যই আমাদের এই সুন্দর আয়োজন,” বলেন বিশপ গমেজ।
বিশপ আরো বলেন, “তোমরা সবাই চেষ্টা করো জয়লাভ করতে কিন্তু সবাই তো জয়লাভ করতে পারবে না, তাই যারা জয়লাভ করতে পারবে না, তারা মন খারাপ করবে না, বা বাইরে দলের মত প্রতিবাদ বা বিশৃঙ্খলা করবে না”।
“পরাজয়টাও বরণ করে নেওয়া ও যুবকদের জন্য সুন্দর একটা দিক। এই পরাজয়কে বরণ করে নেয়ার মধ্য দিয়ে আমরা জীবনকে সামনের দিকে চলার জন্য নতুন করে উৎসাহ উদ্দীপনা দেয়,” এই বলে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশপ সুব্রত।
টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় এবং সে অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুশ । এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিথি হিসেবে দুই জন ক্রীড়া ব্যক্তিত্ব রতন পিটার কোড়াইয়া এবং মিসেস মিওরেল গমেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন যুব সমন্বয়কারীগণ।
পরিশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আর্চবিশপ মজেস কস্তা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। - টমাস রোজারিও