ঠাকুর পুকুর সেক্রেড হার্ট চার্চে অনুষ্ঠিত হল হস্তার্পণ সংস্কার

বারুইপুর ধর্মপ্রদেশের সেক্রেড হার্ট চার্চে গত রবিবার নভেম্বর২০২৫,পবিত্র  হস্তার্পণ সংস্কার  সাড়ম্বরে প্রদান  করা হল।

ধর্মপল্লীর ৪২ জন ছেলে -মেয়ে ওই দিন  অতি পবিত্র  ভাবে হস্তার্পণ  সংস্কার গ্রহণ  করে।মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ  সূচনা হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন  মাননীয় বিশপ শ্যামল বোস  সহযোগিতা করেন পাল পুরোহিত ফাদার তুষার অগস্টিন গোমেস সহকারী পাল পুরোহিত   ফাদার অঙ্কিত এক্কা।সকাল  টায় শোভাযাত্রা  সহকারে খ্রীষ্টযাগ শুরু হয়।

উপদেশের শুরু বিশপ  মহোদয় বলেন ,"আজকের  দিনটির একটি অতি পবিত্র  দিন।রোমের লাটেরাইন মহা পার্বন দিন।যেখান  থেকে খ্রীষ্ট অভিযান  শুরু। যে বেদী থেকে খ্রীষ্ট বিশ্বাস  সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই মাতৃমন্ডলীর পার্বন দিন।

একইসঙ্গে হস্তার্পণ প্রার্থী সকলকে অভিনন্দন জানান  আর যেসব  শিক্ষক-শিক্ষিকা তাদের  প্রস্তুত  করেছেন  তাদের  ধন্যবাদ জানান।সেই সঙ্গে হস্তার্পণ সংস্কারের  মাহাত্ম্য  সুন্দর  ভাবে ব্যাখ্যা করেন।দীক্ষাপ্রার্থী দের নিয়মিত গির্জায় আসা পবিত্র  ভাবে  খ্রীষ্টযাগে যোগদান   মণ্ডলীর কাজে এগিয়ে আসার আহ্বান জানান। 

এরপর জ্বলন্ত  মোমবাতি  হাতে নিয়ে সকল  হস্তার্পণ  প্রার্থীদের  শপথ গ্রহণ করার পর  একে একে  মাথায় হাত রেখে, কপালে তেল লেপন করে ক্রুশের  চিহ্ন  এঁকে দেন।

এরপর  ধন্যবাদ জ্ঞাপন  শেষ হতেই ছোট্ট  একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন  করা হয় ।উত্তরীয় পুষ্প স্তবক দিয়ে বিশপ  মহোদয়কে সম্মান  জানানো হয়।

সব শেষে বিশপ  মহোদয়  হস্তার্পণ গ্রহণ কারীদের হাতে সংশাপত্র , রোসারি যীশু হৃদয়ের  ছবি উপহার স্বরূপ  তুলে দেন। 

এরপর ফোটোশেষণ শেষ হতেই  বাচ্চাদের   হাতে ফুড প্যাকেট  তুলে দেওয়া হয়।

কয়ারের  সুন্দর  গান  পরিবেশন ফাদার তুষারের সুষ্ঠ পরিচালনা,ছেলেমেয়েদের শুভ্র সুসজ্জিত পোশাক, সম্মিলিত  প্রার্থনা - সব মিলিয়ে যেন এক  মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags