রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় অনুষ্ঠিত হল নির্জন ধ্যান প্রার্থনা
রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় প্যারিস কাউন্সিলের আয়োজনে গত ৩,৪ ও ৫ই অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাঘবপুর সেন্ট পল’স হাই স্কুলে অনুষ্ঠিত হলো ফাদার সৃজন এস.জে এর পরিচালনায় নির্জন ধ্যান প্রার্থনা।
সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নির্জন ধ্যান প্রার্থনা চলে। ৩রা অক্টোবর সকাল ৯ ঘটিকায় ফাদার সৃজন এস.জে মহাশয়কে সংবর্ধনা ও বরণ করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা এস.জে., রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে মহাশয় এছাড়াও অন্যান্য পুরোহিত, ব্রাদারগণ ও সিস্টারগণ।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর খ্রীষ্টভক্ত তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় এই নির্জন ধ্যান প্রার্থনায় সামিল হন ।
রাঘবপুরের পার্শ্ববর্তী প্যারিস ছাড়াও জাতি, ধর্ম নির্বিশেষে সকলে এই প্রার্থনায় অংশগ্রহণ করেন। নির্জন প্রার্থনার মাঝে পবিত্র খ্রীষ্টযাগ, প্রার্থনা এবং সাক্ষ্য দান করা হয়।
প্রভু যীশুর জন্ম জয়ন্তী উপলক্ষে এই বছর সারা বিশ্ব জুড়ে জুবলি বছর পালন করা হচ্ছে। যার মূল ভাবধারা হলো আমরা সবাই আশার তীর্থযাত্রী, এই আশা নিয়েই আমরা যেন সবাই এগিয়ে যেতে পারি, প্রভু যীশুর প্রতি গভীর বিশ্বাস ও ভরসা রেখে এটাই ছিল এই নির্জন ধ্যান প্রার্থনার উদ্দেশ্য যা সকলের মনে আশার দীপ প্রজ্জ্বলিত হতে সাহায্য করে।
প্রতিবেদন তন্ময় মন্ডল