রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জার অধীনস্থ বলরামপুর গ্রামে নতুন গীর্জা উদ্বোধন

রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জার অধীনস্থ বলরামপুর গ্রামে নতুন গীর্জা উদ্বোধন

বিগত ১৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, আগমনকালের তৃতীয় রবিবার সকাল ১০ ঘটিকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জার অধীনস্থ বলরামপুর গ্রামে নতুন গীর্জা উদ্বোধন করা হলো। 
বলরামপুর মন্মথনাথ হাই স্কুলের পাশে মা মারীয়ার গ্রোটোর আরাধনা করে কীর্তন সহযোগে শোভাযাত্রা আরম্ভ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ শ্যামল বোস মহাশয়, রাঘবপুরের মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা এস.জে মহাশয়, রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে মহাশয় এবং ফাদার কে.থোট্টাম এস.জে মহাশয় এছাড়াও অন্যান্য পুরোহিতবর্গ ও ব্রাদারগণ। 
আরও উপস্থিত ছিলেন সেন্ট এন্স কনভেন্টের সুপিরিয়র সিস্টার অর্পিতা ডি.এস.এ ও অন্যান্য সিস্টারগণ এবং কার্মেল সিস্টারগণ। উপস্থিত ছিলেন বলরামপুর গীর্জার ক্যাটিকিস্ট হেমন্ত লোবো মহাশয় ও বলরামপুর গ্রামের অগণিত খ্রীস্টভক্তগণ এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষজন। 
শোভাযাত্রা সহযোগে গীর্জা প্রাঙ্গনে পৌঁছানো হয়। তারপর শ্রদ্ধেয় বিশপ মহাশয় ফিতে কেটে নতুন গীর্জার উদ্বোধন করেন। প্রবেশিকা নৃত্যের মাধ্যম দিয়ে বিশপ ও পুরোহিতবর্গকে স্বাগত জানানো হয়। বেদীর সামনে বরণ ও চন্দনের ফোঁটা দেওয়া হয়। তারপর উপাসনার আরম্ভ হয়। 
শ্রদ্ধেয় বিশপ মহাশয় নতুন গীর্জার আশীর্বাদ করেন, পবিত্র জল প্রতিষ্ঠা, গীর্জার চার দেওয়ালে আশীর্বাদ, প্রবেশ দ্বারে আশীর্বাদ করেন। তারপর মূল উপাসনা আরম্ভ হয়। বিশপ মহাশয় আগত ভক্তদের উদ্দেশ্যে তাঁর উপদেশে মাদার তেরেসার নিঃস্বার্থ আত্মদান, হত দরিদ্রদের প্রতি তাঁর নিরলস সেবা ও ভালোবাসার কথা তুলে ধরেন। 
খ্রীষ্টযাগ শেষে বিশপ মহাশয় ও পুরোহিতবর্গকে বলরামপুর গীর্জা কমিটি থেকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান শেষে সকল খ্রীস্টভক্তদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়।  এছাড়াও সকল খ্রীস্টভক্তের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল। ঐদিন বলরামপুর গ্রামের খ্রীস্টভক্তদের কাছে বড়দিনের আনন্দ আরও দ্বিগুণ হয়ে ওঠে। প্রতিবেদন - তন্ময় মন্ডল